১৫ আগস্টের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সব শহীদের আত্মা শান্তি পাবে এবং জাতি হবে কলঙ্কমুক্ত।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে আমরা মুক্তিযোদ্ধার সন্তান (আমুস) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল্লাহ মমিন ও সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম মিলনের পরিচালনায় সহসভাপতি শাহিন আলমের সার্বিক তত্ত্বাবধানে মিলাদ-দোয়া ও আলোচনা সভা আয়োজন করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান ঢাকা মহানগর দক্ষিণ।
আলোচনা সভায় বক্তব্য দেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, প্রেসিডিয়াম সদস্য এনামুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, মাসুদ রানা যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা মহানগর উত্তর, প্রিন্স বাবু সাংস্কৃতিক সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ, ইসমাইল হোসেন রুমান সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী সেচ্ছাসেবক লীগ, হৃদয় হোসেন, আল আমিন অনিক প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা সভার পর মিলাদ ও দোয়া মাহফিল শেষে মোনাজাত করা হয়।
মন্তব্য করুন