কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:২৪ পিএম
আপডেট : ০১ জুলাই ২০২৫, ০১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ডিএনএ বায়োল্যাব-এইচজিআরটিসির মধ্যে সমঝোতা স্মারক সই

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি : কালবেলা
সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি : কালবেলা

স্বাস্থ্য ও চিকিৎসা গবেষণার উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে ডিএনএ বায়োল্যাব ও হিউম্যান জেনেটিকস রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের (এইচজিআরটিসি) মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (৩০ জুন) রাজধানীর ডিএনএ বায়োল্যাব কার্যালয়ে এ সমঝোতা স্মারক সই হয়। এতে উভয় প্রতিষ্ঠানের কমকর্তারা উপস্থিত ছিলেন।

যৌথ এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশের স্বাস্থ্য খাতে জেনেটিক্স, জৈবপ্রযুক্তি ও মলিকুলার বায়োলজি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ, বিজ্ঞানভিত্তিক ও প্রমাণভিত্তিক জনশক্তি গড়ে তোলা। চুক্তির আওতায় গবেষণা কার্যক্রম পরিচালনা, প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন, শিক্ষার্থীদের হাতে-কলমে ল্যাব প্রশিক্ষণ প্রদান এবং দেশের স্বাস্থ্য সমস্যা নিরসনে যৌথ প্রকল্প গ্রহণ করা হবে।

বাংলাদেশের প্রেক্ষাপটে, জিনগত রোগ, সংক্রামক ব্যাধি এবং ক্যানসারের মতো জটিল রোগ শনাক্ত ও প্রতিরোধে গবেষণাভিত্তিক উদ্যোগ সময়ের দাবি। এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন আধুনিক ল্যাব সুবিধা ও গবেষণা পরিবেশ সুলভ হবে, অন্যদিকে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে।

ডিএনএ বায়োল্যাব লিমিটেড একটি আধুনিক পরীক্ষাগারভিত্তিক প্রতিষ্ঠান, যারা দীর্ঘদিন ধরে জিন বিশ্লেষণ ও ডায়াগনস্টিক সেবায় কাজ করছে। অপরদিকে, হিউম্যান জেনেটিকস রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেড বাংলাদেশের তরুণ গবেষকদের জন্য জিনতত্ত্ব ও বায়োমেডিকেল সায়েন্সে প্রশিক্ষণের অগ্রণী প্রতিষ্ঠান।

হিউম্যান জেনেটিকস রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফুর রহমান বলেন, ডিএনএ বায়োল্যাবের সঙ্গে এই সমঝোতা আমাদের গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। আমরা বিশ্বাস করি, এই যৌথ উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে।

ডিএনএ বায়োল্যাবের চেয়ারম্যান সালেহ আহম্মেদ বলেন, নতুন গবেষক ও দক্ষ স্বাস্থ্য সেবক নিশ্চিতকল্পে ডিএনএ বায়োল্যাব লিমিটেডের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার হাত উন্মুক্ত থাকবে। এইচজিআরটিসির চিফ কনসালটেন্ট ডক্টর মো. রফিকুল ইসলাম বলেন, সমঝোতা স্বাক্ষর প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে বায়োমেডিকেল সেক্টরে তরুণ গবেষক সৃষ্টি এবং জনসাধারণের সঠিক ও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল সাইন্টিস্ট তৈরিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

এইচজিআরটিসির রিসার্চ অফিসার নাদিয়া কমোনিচি বলেন, স্বাস্থ্য খাতের প্রতিটি জায়গায় দায়িত্বপ্রাপ্ত মানুষের মধ্যে দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশে চিকিৎসা পদ্ধতিতে বিপ্লব ঘটানো এখন সময়ের দাবি।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে এবং দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নেওয়ার নতুন দ্বার উন্মোচিত হবে। এই উদ্যোগ বাংলাদেশকে জিনতাত্ত্বিক গবেষণায় আন্তর্জাতিক পর্যায়ে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা যায়।

অনুষ্ঠানে ডিএনএ বায়োল্যাবের পক্ষে আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক গোবিন্দ চন্দ্র ঘোষ, পরিচালক নুরে আলম ও আনোয়ার হোসেন হালদার। এইচজিআরটিসির পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইনান্সিয়াল অফিসার হাসিনা আক্তার, রিচার্স এসোসিয়েট হাসিমুল সাইফ প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বড় আকারের ভূমিকম্প মোকাবিলা নিয়ে উদ্বেগ স্বরাষ্ট্র উপদেষ্টার

দুই দিনে টেস্ট জিতে বড় ‘বিপদে’ অস্ট্রেলিয়া

রক্ত পরীক্ষা ছাড়াই যেভাবে বুঝবেন লিভার ঠিক আছে কি না

৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মিয়ানমার

বিসিবি থেকে বড় সুখবর পেলেন তাসকিন-মুস্তাফিজ

শেষ হলো জলবায়ু সম্মেলন, ফলাফল কী

শেখ হাসিনার রায় ঘিরে ছড়িয়ে পড়া ট্রাইব্যুনালের বিচারকদের ছবি সরানোর নির্দেশ 

সাত পদের ৫টিতে বিএনপির জয়

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

গুমের মামলায় শেখ হাসিনার আইনজীবী জেড আই খান পান্না

১০

বাংলাভিশনকে হারিয়ে সেমিফাইনালে কালবেলা

১১

রূপলাল হত্যার আসামি গ্রেপ্তার

১২

আজ থেকে বন্ধ বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা 

১৩

বিপিএলে বাড়তে পারে আরও এক দল, আলোচনায় নতুন নাম

১৪

‘১৭ বছর পর ভোট দেওয়ার অধিকার ফিরে এসেছে’

১৫

নিজের চেহারা নিয়ে যা বললেন ধানুশ

১৬

একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুকে গাভি উপহার

১৭

এক পদের বিজ্ঞপ্তি দিয়ে ২ পদে শিক্ষক নিয়োগ

১৮

হল ছাড়তে শুরু করেছেন ঢাবি শিক্ষার্থীরা

১৯

দেবের সঙ্গে রোম্যান্সে নজর কেড়েছেন জ্যোতির্ময়ী

২০
X