বিগত ১৬ বছর শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগ সরকার পরীক্ষার খাতায় নম্বর বাড়িয়ে জিপিএ ৫-এর সংখ্যা বেশি দেখিয়েছে বলে অভিযোগ করেছে অভিভাবকদের সংগঠন অভিভাবক ঐক্য ফোরাম।
বৃহস্পতিবার (১০ জুলাই) সংগঠনটির সভাপতি জিয়াউল কবির দুলু গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন।
মো. জিয়াউল কবির দুলু বলেন, গত বছরের তুলনায় এ বছর শতকরা ১৫ ভাগ পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ৪৩ হাজারেরও বেশি পরীক্ষার্থী গত বছরের তুলনায় কম জিপিএ ৫ পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে, শিক্ষকরা শ্রেণিকক্ষে পাঠদান না করে দলীয় রাজনীতি, ব্যক্তিস্বার্থে শিক্ষাকে বাণিজ্যে রূপদান ও কোচিং বাণিজ্যকে সম্প্রসারণ করেছে।
তিনি আরও বলেন, বিগত ১৬ বছর ধারাবাহিকভাবে শিক্ষাকে ধ্বংস করার জন্য আওয়ামী সরকার ফুলিয়ে ফাঁপিয়ে পরীক্ষার খাতায় বেশি নম্বর দিয়ে জিপিএ ৫ বেশি দেখিয়েছে। এর দায় সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় এড়িয়ে যেতে পারে না।
তিনি এই ঘটনার তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং সরকারকে ধ্বংসের হাত থেকে শিক্ষাব্যবস্থা পুনরুদ্ধারের অনুরোধ করেন।
এ সময় এসএসসি ও সমমানের পাবলিক পরীক্ষার ফল বিপর্যয়ে গভীর উদ্বেগ, হতাশা ও ক্ষোভ প্রকাশ করে অভিভাবক ঐক্য ফোরাম। তারা ফল বিপর্যয়ের মূল কারণ উন্মোচন করে শিক্ষার মান উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।
মন্তব্য করুন