‘বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে বোমা রয়েছে, উড়াল দিলেও তা বিস্ফোরিত হবে’- অজ্ঞাত স্থান থেকে এমন ফোনো হুমকির পর কাঠমান্ডুগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিজি ৩৭৩ ফ্লাইটটি তল্লাশি চালাচ্ছে বোমা বিশেষজ্ঞরা।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে এই হুমকি দেওয়া হয়। এর আগেও এমন হুমকি পেয়েছিল বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর জানান, আজ বিকেলে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন কলের মাধ্যমে জানানো হয় যে, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। কিন্তু কোন ফ্লাইটে তা নিশ্চিত করে বলা হয়নি এবং ফ্লাইট নম্বরও মিলছিল না। কিন্তু কর্তৃপক্ষ কোনো ঝুঁকি নেয়নি।
তিনি জানান, হুমকি পাওয়ার কাছাকাছি সময়ে বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি ৩৭৩ ফ্লাইট রানওয়ে থেকে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। তখন ওই ফ্লাইটটি থামানো হয়। আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী যাত্রীদের নিরাপদে সরিয়ে নিরাপত্তা কর্মীরা তল্লাশি শুরু করে।
বিমানবন্দর সূত্র জানায়, বোমা হুমকির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উড়োজাহাজে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে বিমানবন্দরের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উড়োজাহাজে তল্লাশি শুরু করে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কারও কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য সংস্থাও ঘটনাস্থলে রয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, এটি (কাঠমান্ডুগামী ফ্লাইট) একটি আন্তর্জাতিক ফ্লাইট হওয়ায় বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সব ধরনের নিরাপত্তা প্রটৌকল মেনে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন