জ্বালানি তেল ব্যবসায়ীদের দাবি যৌক্তিক কিন্তু ধর্মঘট অযৌক্তিক বলে মন্তব্য করেছেন পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে কাওরান বাজারের বিবিসির লিয়াজোঁ অফিসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আমার পেট্রল পাম্পে তেল নেই, ডিপোতে ঢুকতে দিচ্ছে না। ধর্মঘট তুলে নেওয়ার আহ্বান করব। যেহেতু তিনি ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় চেয়েছেন। তাই সে সময় দেওয়া উচিত। তিনি বলেন, ট্যাংকলরি লাইফটাইম বাড়ানো হয়েছে। কমিশন হয়নি।
বিক্রির ওপর কমিশন বাড়ানোসহ তিন দফা দাবিতে জ্বালানি তেল ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের জন্য ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন। এর ফলে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
জ্বালানি তেল ব্যবসায়ীদের তিন দফা দাবি হচ্ছে- জ্বালানি তেল পরিবহনকারী ট্যাংকলরির অর্থনৈতিক জীবনকাল ৫০ বছর করা, জ্বালানি তেল বিক্রির ওপর প্রচলিত কমিশন কমপক্ষে ৭ দশমিক ৫ শতাংশ করা, জ্বালানি তেল ব্যবসায়ীরা কমিশন এজেন্ট বিধায় প্রতিশ্রুতি মোতাবেক সুস্পষ্ট গেজেট প্রকাশ করা।
মন্তব্য করুন