হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে সোনা চুরির ঘটনায় মামলা হয়েছে। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি। বিমানবন্দর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে চুরির অভিযোগ এনে মামলাটি করেছেন কাস্টম হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন।
রোববার (৩ সেপ্টেম্বর) রাত ১০ টা ৪৫ মিনিটে মামলাটি নথিভুক্ত হয়েছে।
বিমানবন্দর থানার ডিইউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো.এনায়েত কবীর মামুন মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়েছে। চুরি হয়েছে ৫৫.৫১ কেজি সোনা।
অজ্ঞাত আসামি কয়জন এবং এ ঘটনায় কেউ গ্রেপ্তার আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আসামি অজ্ঞাত, এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। আর এই ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার নেই।
তিনি জানান, মামলাটির তদন্তভার পেয়েছেন বিমানবন্দর থানার পরিদর্শক (অপারেশন)। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মন্তব্য করুন