কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০১:৫৯ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৫, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সব থানায় অনলাইন জিডি কার্যক্রম চালু হয়েছে। এখন থেকে যে কেউ ঘরে বসেই সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, থানায় নিয়মিত জিডির মতোই এতে একজন আবেদনকারী একটি জিডি নম্বর প্রাপ্ত হবেন এবং জিডিসংক্রান্ত হালনাগাদ তথ্যও পাবেন। ব্যবহারকারীর নিবন্ধিত মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে আবেদনকারীর তথ্য সংরক্ষণ করা হয় বিধায় এতে ব্যক্তিগত গোপনীয়তা ও বজায় থাকে।

এতে আরও বলা হয়, অনলাইন জিডির মাধ্যমে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের মূল্যবান সময়ও সাশ্রয় হবে। কেবল জিডি করাই নয়, জিডির ভিত্তিতে পুলিশের গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানার সুযোগ থাকায় এটি নাগরিক জীবনে স্বস্তিও বয়ে আনবে।

অনলাইনে জিডি করার পদ্ধতি

অনলাইনে জিডি করতে প্রথমে অ্যান্ড্রয়েড প্লে-স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপ চালু করলে নিবন্ধন ও লগইন অপশন দেখা যাবে। প্রথমবার ব্যবহারকারীদের নতুন নিবন্ধন অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ দিয়ে তথ্য যাচাই করতে হবে। যাচাই সম্পন্ন হলে এনআইডির তথ্য প্রদর্শিত হবে এবং লাইভ ছবি তুলতে হবে, যা এনআইডির ছবির সঙ্গে মিলিয়ে দেখা হবে। এরপর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের পর মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে অ্যাপে লগইন করতে হবে। প্রথমবার লগইন করলে বর্তমান ঠিকানা আপডেটের সুযোগ থাকবে। এনআইডির স্বাক্ষর অনুসারে স্ক্রিনে আঙুল বা স্টাইলাস দিয়ে ডিজিটাল স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি মোবাইল অপারেটর ও ইমেইল তথ্য যুক্ত করতে হবে। মোবাইল নম্বর যাচাইয়ের জন্য একটি ওটিপি (OTP) কোড পাঠানো হবে, যা দিয়ে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে।

লগইনের পর অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সময় জিডি করা যাবে। হারানো (Lost) অপশনে যানবাহন, মোবাইল, কম্পিউটার, নথি, কার্ড, গয়না ইত্যাদি বিষয়ে জিডি করার সুযোগ রয়েছে। ডকুমেন্ট ক্যাটাগরিতে জাতীয় পরিচয়পত্র, জন্মসনদ, পাসপোর্ট, শিক্ষার্থী আইডি, অফিস আইডি, ব্যাংকিং কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের কাগজ, কুরিয়ার ডকুমেন্ট, নম্বরপত্র, চেক বই, জমির দলিল, ভিসা, সঞ্চয়পত্রসহ মোট ৬৯ ধরনের নথি হারানোর জন্য জিডি করা যাবে। এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে চাবি, পশুপাখি, ব্যাগ, ঘড়ি, টাকা হারানোর বিষয়েও জিডি করা যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮০ টাকার নিচে কোনো সবজি নেই বাজারে

ছদ্মবেশে ধানমন্ডি ৩২ যাওয়ার পরিকল্পনা আ.লীগ নেতাকর্মীদের, সতর্ক পুলিশ   

ইতালিতে বনভোজনে গিয়ে লেকে ডুবে বাংলাদেশি শিশুর মৃত্যু

কাঁচা বা আধাসেদ্ধ ডিম উপকারী নাকি ক্ষতিকর, জানুন চিকিৎসকের মতামত

খালেদা জিয়াকে নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচার দাবি মির্জা আব্বাসের

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

বাংলাদেশে বিপ্লবের এক বছর পর হতাশায় পরিণত হলো আশা

সরাসরি ফোন করে নোবেল পুরস্কার চেয়ে বসলেন ট্রাম্প

চিকিৎসা নিতে লন্ডন গেলেন খন্দকার মোশাররফ

হলে অসুস্থ ঢাবি ছাত্রীর হাসপাতালে মৃত্যু

১০

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে সোনারগাঁ বিএনপির দোয়া মাহফিল

১১

সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে ড. ইউনূস ইতিহাসে কলঙ্কিত হবেন : ফারুক

১২

নির্ধারিত সময়ে নির্বাচন সম্ভব, আশা ধর্ম উপদেষ্টার

১৩

চোর সন্দেহে যুবককে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক পিটুনি

১৪

কারখানার শব্দদূষণ থেকে বাঁচতে মহাসড়ক বন্ধ করে দিল এলাকাবাসী

১৫

ট্রাম্প-পুতিন বৈঠক ব্যর্থ হলে ভারতের ওপর আরও শুল্ক চাপাবে যুক্তরাষ্ট্র

১৬

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

১৭

হরিণের মাংসসহ আটক ৮

১৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

১৯

পাটুরিয়ায় ভাঙন, ৪ নম্বর ফেরিঘাটও ঝুঁকিতে

২০
X