বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬, ২ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

৩২০ সাংবাদিককে ২ কোটি ১০ লাখ টাকা দিল সাংবাদিক কল্যাণ ট্রাস্ট

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ। ছবি : সংগৃহীত
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান বিতরণ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মৃত্যুবরণকারি সাংবাদিকের পরিবার এবং অসুস্থ ও সমস্যাগ্রস্ত সাংবাদিকদের মধ্যে ২ কোটি ১০ লাখ টাকা কল্যাণ অনুদান বিতরণ করেছে। ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম পর্যায়ে এ অনুদানের চেক বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

এ উপলক্ষে ঢাকার সার্কিট হাউজ রোডস্থ তথ্য ভবনে ডিএফপি’র অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব ও কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মাহবুবা ফারাজানা। সম্প্রতি প্রয়াত সাংবাদিক কলামিস্ট বিভুরঞ্জন সরকার ও গাজীপুরে নিহত সাংবাদিক তুহিনের পরিবারের হাতে ৩ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ট্রাস্টি বোর্ডের সদস্য ও পিআইবি’র মহাপরিচালক ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক ও ট্রাস্টি বোর্ডের সদস্য শাহীন হাসনাত ও দৈনিক কালবেলার যুগ্ম সম্পাদক মো. আলাউদ্দিন এবং সম্প্রতি প্রয়াত বিভু রঞ্জন সরকারের ভাই চিররঞ্জন সরকার।

চেক বিতরণের আগে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য সচিব মাহবুবা ফারজানা বলেন, নতুন বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে দল-মত নির্বিশেষে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এখন প্রকৃতপক্ষে যারা প্রাপ্য তারাই কল্যাণ ট্রাস্টের সহায়তা পাচ্ছে। তবে আমরা জানি যারা করা যাচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

তিনি বলেন, তথ্য মন্ত্রণালয় সাংবাদিকদের জীবনের নিরাপত্তা, আর্থিক সুরক্ষা ও জীবনমান উন্নয়নের কাজ করে যাচ্ছে। সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্যেও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন প্রতিষ্ঠান নিরন্তরভাবে কাজ করছে। সুস্থ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশে তথ্য মন্ত্রণালয় সব সময় সাংবাদিক সমাজের পাশে থাকবে।

উল্লেখ্য, এক বছরে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৩ হাজার ৪২৮ জন সাংবাদিক ১০ কোটি ৭০ লাখ টাকার আর্থিক ও অন্য সুবিধা পেয়েছেন। এর মধ্যে ৮ কোটি ৯১ লাখ টাকা কল্যাণ অনুদান পেয়েছেন ১ হাজার ৪২৫ জন সাংবাদিক। তন্মধ্যে মৃত্যুবরণকারি ৫৮ সাংবাদিক পরিবার এবং ৯২২ জন গুরুতর অসুস্থ (ক্যান্সার, হার্ট বাইপাস, কিডনি ডায়ালাইসিস) সাংবাদিক রয়েছেন।

জুলাই শহীদ সাংবাদিকদের ৫টি পরিবার ও ১৯২ জন আহত সংবাদকর্মীকে সম্মাননা ক্রেস্ট ও সনদসহ ৫৪ লাখ টাকার সম্মানি দেওয়া হয়েছে। ৩০৫ জন সাংবাদিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে ৫৫ লাখ ২৬ হাজার টাকা। এছাড়া গত রমজানে ১ হাজার ৫০০ সাংবাদিকের মধ্যে ইফতার সামগ্রীসহ খাদ্য উপহার বিতরণ করা হয়েছে। এ খাতে প্রায় ৭০ লাখ টাকা ব্যয় করেছে কল্যাণ ট্রাস্ট।

প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মোট ৫৪ কোটি ৮১ লাখ ৭৬ হাজার টাকা কল্যাণ অনুদান/সহায়তা প্রদান করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১০

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১১

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১২

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১৩

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১৪

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

১৫

‘মনোনয়নবঞ্চিত’ শরিকদের সুখবর দিলেন তারেক রহমান

১৬

ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বিসিবি

১৭

সুখবর পেলেন মাসুদ

১৮

দিনের আলোয় বেশি সময় কাটালে কী হয়, যা বলছে গবেষণা

১৯

শ্রেণিকক্ষে না গিয়ে কুশল বিনিময়, দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুদ্দিন অপু 

২০
X