পেশাগত দায়িত্ব পালনের সময় দেশের নরসিংদী, বগুড়া, সিলেট ও ফেনীতে পুলিশের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পুলিশ এ্যাসোসিইয়েশন। এসব ঘটনাকে পরিকল্পিত ও মনোবল ভাঙার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে আরও কঠোর অবস্থানে যাওয়ার দাবি তুলেছে এই দুটি সংগঠন।
মঙ্গলবার (০৭ অক্টোবর) পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তি হামলার ঘটনায় নিন্দা, প্রতিবাদ ও উদ্বেগ এদুটি সংগঠন।
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়ছে , গত ৪ অক্টোবর নরসিংদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযানে অতিরিক্ত পুলিশ সুপারের ওপর হামলা চালানো হয়। একই দিন বগুড়ার শিবগঞ্জে নিষিদ্ধ সংগঠনের এক সদস্যকে গ্রেপ্তারের সময় হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়া হয়। এতে আহত হন তিন পুলিশ সদস্য। পরদিন ৫ অক্টোবর সিলেটের কোম্পানীগঞ্জে নিয়মিত চেকপোস্টে ট্রাক শ্রমিকদের হামলায় আরও পাঁচ পুলিশ সদস্য আহত হন। আজ (মঙ্গলবার) ৭ অক্টোবর ফেনীর সোনাগাজী থানায় পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে এক আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব ঘটনা আমাদের ব্যথিত করেছে। একটি কুচক্রী মহল সুপরিকল্পিতভাবে পুলিশের মনোবল ভাঙতে ইউনিফর্মধারী পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দিচ্ছে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করছে। জনশৃঙ্খলা ও আইনের শাসনের পরিপন্থি এসব অপচেষ্টা ঠেকাতে পেশাদারিত্বের সঙ্গে আরও কঠোর পদক্ষেপ নেবে পুলিশ। বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ সবসময় তৎপর এবং ভবিষ্যতেও তৎপর থাকবে।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি আলী ইফতেখার হাসান ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু সই করা অপর এক বিবৃতিতে বলা হয়েছে, বিশেষ করে নরসিংদী, চট্টগ্রাম, সিলেট ও বগুড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের ওপর একাধিক দুঃখজনক হামলার ঘটনা বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নজরে এসেছে। এসব অনাকাঙিক্ষত ও বেআইনি ঘটনা শুধু পুলিশ বাহিনীর জন্য নয়, রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলার জন্যও হুমকিস্বরূপ। পুলিশের বৈধ দায়িত্ব পালনে বাধা প্রদান, হামলা বা লাঞ্ছনার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক, নিন্দনীয় ও দুঃখজনক। বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন আইনশৃঙ্খলাবিরোধী ও পুলিশবিরোধী এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সঙ্গে, এসব ঘটনার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে এবং ভবিষ্যতেও কর্তব্যে অটল থাকবে।
মন্তব্য করুন