

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশের পুকুরে ডুবে তাসফিয়া নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারে। মা-বাবার কান্না ও আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে।
সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার গুনারীতলা ইউনিয়নের মোসলেমাবাদ আইগেনীপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
তাসফিয়া ওই এলাকার বাদশা আলীর মেয়ে।
স্বজনরা জানান, দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল তাসফিয়া। একপর্যায়ে অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। দীর্ঘ সময় তাকে না দেখে পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় শিশুকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাসফিয়াকে মৃত ঘোষণা করেন।
গুনারীতলা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য হারিছুর রহমান বিপ্লব কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন