মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪১ পিএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

মারধরের শিকার বাউল শিল্পী। ছবি : সংগৃহীত
মারধরের শিকার বাউল শিল্পী। ছবি : সংগৃহীত

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় অজ্ঞাত কতিপয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেছেন আহত বাউল শিল্পী আব্দুল আলিম।

সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে কালবেলাকে এ বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন।

জানা গেছে, রোববার (২৩ নভেম্বর) প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে মানববন্ধন করতে আসা শিল্পীদের ওপরে হামলা করেন ‘তৌহিদি জনতা’র ব্যানারে সহস্রাধিক আলেম সমাজের অজ্ঞাত ব্যক্তি। এ ঘটনায় বাউল শিল্পীদের বেশ কয়েকজন আহত হন। এর মধ্যে তিনজন মানিকগঞ্জ জেলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় সোমবার বিকেলে শিবালয় উপজেলার সাকরাইল গ্রামের ইউসুব আলীর ছেলে আহত শিল্পী আব্দুল আলিম সদর থানায় উপস্থিত হয়ে এ মামলা করেন। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৩ নভেম্বর) এ ঘটনায় তৌহিদি জনতার পক্ষ থেকে একটি অভিযোগসহ পুলিশের পক্ষ থেকে আরও একটি জিডি করা হয়েছে।

তৌহিদি জনতার করা অভিযোগ সূত্রে জানা যায়, শহরের বিজয় মেলার মাঠের সামনে তাদের সমাবেশ চলছিল। এ সময় আগে থেকে বাঁশ ও কাঠের লাঠি এবং লোহার রড, পাইপ ইত্যাদি নিয়ে বাউল শিল্পীরা সমাবেশের উপরে অতর্কিত হামলা করে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় তাদের চারজন আহত হয়েছেন বলে তারা দাবি করেন।

অন্যদিকে বাউল শিল্পীর মামলা সূত্রে জানা যায়, বাউল শিল্পী ছোট আবুল সরকারের মুক্তির দাবিতে তার অনুসারী শিল্পীরা মানববন্ধন করতে জড়ো হতে থাকেন শহরের বিজয় মেলার মাঠে। এমন সময় তৌহিদি জনতার ব্যানারে কিছু আলেম সমাজের ব্যক্তিরা তাদের ওপরে হামলা চালায়। শিল্পীরা প্রাণ বাঁচাতে কেউ পুকুরে ঝাপ দিয়ে, সাঁতার কেটে নিজেকে রক্ষা করেন। কেউবা ঘটনাস্থলের পাশের বাড়িতে আশ্রয় নেন। এ সময় তৌহিদি জনতা শিল্পীদের বাড়ি থেকে বের করে মেরে রক্তাক্ত করে ফেলে। এ ঘটনায় শিল্পী সমাজের বেশ কয়েকজন আহত হন। তাদের মধ্যে তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, এ বিষয়ে বাউল শিল্পী আব্দুল আলীম অজ্ঞাত কতিপয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে পুলিশ সুপার মোছাম্মদ ইয়াছমিন খাতুন কালবেলাকে বলেন, এ ঘটনায় ইতোমধ্যে বাউল শিল্পীদের পক্ষ থেকে মামলা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়া ভিডিও দেখে আসামিদের চিহ্নিত করা হচ্ছে। অতিদ্রুত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, গত রোববার (২৩ নভেম্বর) গ্রেপ্তার প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকার ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি ও আল্লাহকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় তার শাস্তি ও মুক্তির দাবিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেন তৌহিদি জনতা ও বাউল শিল্পীরা। এ সময় তাদের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত ট্রেনে পপকর্ন বিক্রেতাকে হত্যা

আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ড, গ্রেপ্তার ২৪

বস্তিবাসীর জন্য ‘ফ্যামিলি কার্ড’ ও স্থায়ী পুনর্বাসনের আশ্বাস আমিনুল হকের

দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে: সাকি

তিন মামলায় আওয়ামী লীগের সাবেক সেক্রেটারি গ্রেপ্তার

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতল ভারত

খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছে : ডা. শাহাবুদ্দিন

‘যারা কাসেমীর ফাঁদে পড়েছ, আমার সঙ্গে যোগাযোগ করো’

ত্রিদেশীয় সিরিজের জন্য শক্তিশালী দল ঘোষণা বাংলাদেশের

বৃহত্তর নোয়াখালী নারী কল্যাণ সংঘ ইতালির আত্মপ্রকাশ

১০

শাহজাহান চৌধুরীর বক্তব্যের প্রতিক্রিয়া পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের

১১

‘হাসিনার কালো আইন বাতিল করুন, না হয় নিবন্ধন দিন’

১২

বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১৩

আহত শিশুকে নেওয়া হলো হাসপাতালে, সড়কে পড়ে ছিল বিচ্ছিন্ন হাত

১৪

বিএনপির দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের ২ সদস্য বরখাস্ত

১৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে প্রাণ গেল ২ বন্ধুর

১৭

লাভের আশায় কৃষকের আগাম ফুলকপি চাষ

১৮

বাউল শিল্পীদের মারধরের ঘটনায় মামলা

১৯

না ফেরার দেশে মেসিকে আর্জেন্টিনা দলে আনার মূল কারিগর

২০
X