কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ০১:৪৬ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৩:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেল যাত্রীদের জন্য বড় সুখবর

মেট্রোরেল। ছবি : সংগৃহীত
মেট্রোরেল। ছবি : সংগৃহীত

ঢাকা মেট্রোরেলে চলাচল করা যাত্রীদের বড় সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (২০ অক্টোবর) থেকে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। নতুন সূচি অনুযায়ী সকালে ট্রেন আধঘণ্টা আগে ছাড়বে এবং রাতের সময় চলাচল হবে আধঘণ্টা বেশি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক বৈঠকে প্রথম ধাপে চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ডিএমটিসিএল সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএমটিসিএল বলছে, আগামী মাসের মাঝামাঝি থেকে মেট্রোরেলের ট্রিপ সংখ্যাও বৃদ্ধি করা হবে। ট্রিপ বাড়ালে দুই ট্রেনের মধ্যে অপেক্ষার সময় অন্তত দুই মিনিট কমে যাবে।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফারুক আহমেদ জানিয়েছেন, পর্যায়ক্রমে সেবা বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর জন্য পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে। আগামী রোববার থেকে দিনে এক ঘণ্টা অতিরিক্ত সময় মেট্রোরেল চলাচলের চেষ্টা চলছে। ট্রিপ সংখ্যা বাড়ানোর জন্য আরও কিছুদিন পরীক্ষামূলক চলাচল প্রয়োজন, এবং তারা আশা করছেন আগামী মাসের মাঝামাঝি থেকে ট্রিপ সংখ্যা বৃদ্ধি করা সম্ভব হবে।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, মেট্রোরেল চলাচলের সময় এবং ট্রিপ সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গত মাসে নেওয়া হয়। এর প্রয়োগ হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক চলাচল শুরু হয়। মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ডিএমটিসিএল প্রথমে দিনে এক ঘণ্টা অতিরিক্ত মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে।

ডিএমটিসিএল সূত্র আরও জানিয়েছে, বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে সাড়ে চার লাখ যাত্রী চলাচল করেন। বাড়তি সময় ও ট্রিপ শুরু হলে এই সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে যেতে পারে। এ লক্ষ্যকে সামনে রেখে ডিএমটিসিএল প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সপ্তাহে ছয় দিন (শনিবার থেকে বৃহস্পতিবার) উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম ট্রেন সকাল ৭টা ১০ মিনিটে ছাড়ে। নতুন সূচি অনুযায়ী আগামী রোববার থেকে এই প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে। এখন উত্তরা উত্তর স্টেশন থেকে সবশেষ ট্রেন রাত ৯টায় ছাড়ে; নতুন সূচিতে এটি রাত সাড়ে ৯টায় ছাড়বে।

অন্যদিকে, বর্তমানে মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় ছাড়ে; নতুন সূচিতে এটি সকাল ৭টায় ছাড়বে। রাতের সবশেষ ট্রেন এখন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে, যা নতুন সূচিতে রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে। মতিঝিল থেকে ছাড়া সবশেষ ট্রেন উত্তরা উত্তর স্টেশনে পৌঁছায় রাত ১০টার পরে; নতুন সূচিতে এটি রাত পৌনে ১১টার দিকে পৌঁছাবে। এ ছাড়া বর্তমানে শুক্রবার মেট্রোরেল বিকেল ৩টা থেকে চলাচল শুরু করে; নতুন সূচিতে এটি আধা ঘণ্টা এগিয়ে বিকেল আড়াইটায় শুরু হবে। রাতের চলাচলের সময়ও আধা ঘণ্টা বাড়ানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল চালু হয়। শুরুতে চলাচল করত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। পর্যায়ক্রমে স্টেশনের সংখ্যা বাড়ে। মতিঝিল পর্যন্ত সব স্টেশনে যাত্রী ওঠানামা শুরু হয় ২০২৩ সালের শেষ দিনে। এখন কমলাপুর পর্যন্ত মেট্রোরেল সম্প্রসারণের কাজ চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

০১ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঠাকুরগাঁওয়ে দোয়া মাহফিল

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

১০

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

১১

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১২

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১৩

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১৪

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৫

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৬

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৭

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৮

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৯

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

২০
X