‘সত্য | সুন্দর | সাহস’— এই স্লোগানকে হৃদয়ে ধারণ করে নবযাত্রার তিন বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে দৈনিক কালবেলা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালবেলা পরিবারকে শুভেচ্ছা জানিয়েছেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী।
তিনি বলেন, আলহামদুলিল্লাহ, দৈনিক কালবেলা সত্য, সুন্দর ও সাহসের স্লোগানকে ধারণ করে ইতোমধ্যে চার বছরে পদার্পণ করেছে। এ পথচলায় তারা যেভাবে জাতির চেতনা, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার পক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে, তা সত্যিই প্রশংসনীয়।
তিনি আরও বলেন, একটি মুসলিমপ্রধান দেশের গণমাধ্যম হিসেবে কালবেলা যেন খতমে নবুওয়তের চেতনা, ইসলামী আদর্শ ও মানবিক মূল্যবোধকে অটুট রেখে সংবাদ পরিবেশন করে—এই দোয়া রইল।
সবশেষ মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, সত্য ও ন্যায়ের পথে, ইসলাম ও দেশের স্বার্থে কালবেলা-এর অগ্রযাত্রা আরও গতিশীল ও প্রভাবশালী হোক। আল্লাহ তায়ালা এই সংবাদমাধ্যমকে সৎ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কবুল করুন—এই কামনাই করি। মাবরুক ও শুভকামনা রইল কালবেলা পরিবারের জন্য।
মন্তব্য করুন