ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০০ আসনে মনোনীত প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজশাহী-২ আসনে অ্যাডভোকেট মুহাম্মদ সাঈদ নোমানকে প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সংবাদ সম্মেলনে দলের ১০০ জন প্রার্থীদের পরিচয় করিয়ে দেন।
এদিকে মুহাম্মদ সাঈদ নোমান এবি পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকেই সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং দলের অন্যতম উদ্যোক্তা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। বর্তমানে তিনি এবি পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজশাহী বিভাগ তত্ত্বাবধান করছেন।
অ্যাডভোকেট নোমান এবি পার্টির রাজনৈতিক বয়ান, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাষ্ট্রকাঠামো সংস্কারের ধারার সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করছেন। এ ছাড়া তিনি রাজশাহী মহানগর, রাজশাহী জেলা ও রাজশাহী বিভাগে এবি পার্টিকে প্রতিষ্ঠিত ও সম্প্রসারিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসম্পৃক্ততা তৈরিতে বিশেষ ভূমিকা রাখছেন।
জানতে চাইলে মুহাম্মদ সাঈদ নোমান বলেন, রাজশাহী বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও সভ্যতার রাজধানী, অথচ দীর্ঘদিনের অবহেলা ও বৈষম্যের কারণে এই অঞ্চল এখনও প্রাপ্য উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি বলেন, রাজশাহী-২ (সদর) আসনে এবি পার্টি সম্পর্কে জনগণের আস্থা দিন দিন সুদৃঢ় হচ্ছে। এবি পার্টির তৃণমূলভিত্তিক সাংগঠনিক কাঠামো এখন রাজশাহী মহানগরের প্রতিটি এলাকায় শক্তিশালী রূপ নিচ্ছে। জনগণের প্রত্যাশা, আন্দোলন, এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্রগঠনের আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দুতে এবি পার্টি আজ একটি বিকল্প গণরাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে। এই বিপ্লব পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। তারা পুরোনো ব্যর্থ রাজনীতির অবসান ও একটি সুশাসিত, ন্যায়নিষ্ঠ, এবং মানবিক রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করছে। এই পরিবর্তনের নেতৃত্ব দিতে এবি পার্টির রাজনীতি, নীতি এবং নেতৃত্ব আজ জনমানসে গভীর বিশ্বাসের জায়গা তৈরি করেছে।
সাঈদ নোমান বলেন, যদি তিনি রাজশাহী-২ (সদর) আসন থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পান, তবে তিনি রাজশাহীর গণমানুষের মৌলিক অধিকার, ন্যায়বিচার, উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষার প্রসার ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করবেন। রাজশাহী-২ আসনকে একটি ‘স্মার্ট, সবুজ ও আধুনিক, কর্মমুখী জনপদ’ হিসেবে গড়ে তোলা এবং প্রতিটি নাগরিক সমান সুযোগ, নিরাপদ জীবন ও মর্যাদাপূর্ণ অবস্থান প্রতিষ্ঠিত করবেন বলেও জানান তিনি।
মন্তব্য করুন