শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২
মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জীবগাঁও কলেজে শতভাগ ফেল, অধ্যক্ষ বললেন ‘হতাশাজনক’

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ফটক। ছবি : কালবেলা
জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের ফটক। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব উত্তরে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফল সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজে। প্রতিষ্ঠানটির মোট ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও একজনও পাস করতে পারেনি। ফলে ওই প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মতলব উত্তর উপজেলার ১১টি কলেজ থেকে মোট ১ হাজার ৭৮২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ৪০৫ জন উত্তীর্ণ হয়েছে এবং মাত্র দুজন শিক্ষার্থী জিপিএ ৫ (এ প্লাস) পেয়েছে। পাসের গড় হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে আলিম পর্যায়ে উপজেলার ৬টি মাদ্রাসা থেকে ১৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়, যার মধ্যে ৮৩ জন উত্তীর্ণ হয়েছে পাসের হার ৫০ দশমিক ৬৩ শতাংশ। তবে আলিম পর্যায়েও কোনো শিক্ষার্থী এ প্লাস অর্জন করতে পারেনি।

শিক্ষাবিদরা মনে করছেন, গ্রামীণ অঞ্চলের কলেজগুলোতে শিক্ষকদের উপস্থিতি, শিক্ষার্থীদের ক্লাসে অনিয়মিতা ও কোচিং নির্ভর শিক্ষার প্রবণতা বেড়ে যাওয়ার কারণে মূল পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার মান ক্রমেই নিচে নেমে যাচ্ছে।

এদিকে উপজেলায় এ বছর ভোকেশনাল পর্যায়ের কোনো পরীক্ষার্থী ছিল না বলেও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজের এমন শতভাগ ব্যর্থতায় স্থানীয় শিক্ষামহলে হতাশা নেমে এসেছে। প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী হোসেন বলেন, ‘এ ফলাফল আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। দীর্ঘদিন শিক্ষক সংকট, শিক্ষার্থীদের অনিয়মিত উপস্থিতি এবং পারিবারিক আর্থিক সমস্যার কারণে পাঠদানে ধারাবাহিকতা বজায় রাখা যায়নি।’

তিনি আরও বলেন, ‘কলেজটি টিকিয়ে রাখার জন্য দুর্বল ছাত্রদের ভর্তি করে ছিলাম। তারা ঠিকমতো কলেজে ক্লাস করতে আসেনি এই কারণে ফলাফল বিপর্যয় হয়েছে। আশা করছি আগামী বছর ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতি ক্লাস শুরু করা হবে।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলম বলেন, ‘জীবগাঁও জেনারেল হক স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কিছু প্রতিষ্ঠানের ফলাফল আশানুরূপ হয়নি। শিক্ষার মান উন্নয়নে এসব প্রতিষ্ঠানের প্রতি বিশেষ নজর দেওয়া হবে। শিক্ষক প্রশিক্ষণ ও নিয়মিত মনিটরিং কার্যক্রম জোরদার করা হবে, যাতে আগামী বছর এ রকম ফলাফল আর না ঘটে।’

তিনি আরও বলেন, ‘যে সব প্রতিষ্ঠান ধারাবাহিকভাবে খারাপ ফল করছে, তাদের একাডেমিক কার্যক্রমের ওপর আলাদা মূল্যায়ন করা হবে। আমরা ইতোমধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘শিক্ষা একটি সমাজের ভিত্তি। ফলাফল পর্যালোচনা করে আমরা দুর্বল প্রতিষ্ঠানের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেব। শিক্ষক, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার মান ফিরিয়ে আনা সম্ভব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাকসু নির্বাচন / রহমতুন্নেসা হলের ফল ঘোষণা

জুলাই সনদ বাংলাদেশের জন্য একটা বিরাট মাইলফলক : খালেদা জিয়া

সম্মতি ছাড়াই ঢাবির দুই অধ্যাপককে কমিটিতে রাখল ইউটিএল

ঢাকায় ১০ কোটি টাকার বাজেটে নারী কাবাডি বিশ্বকাপ

রাকসু নির্বাচন / খালেদা জিয়া হলের ফল ঘোষণা

রাকসুতে ৩ হলের ফল ঘোষণা, এগিয়ে যারা

সেমিফাইনালে থামলেন জারিফ

বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন / ‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

রাকসুতে রোকেয়া হলের ফল ঘোষণা

পুরো ভবনটিই জ্বলছে, থেমে থেমে বিস্ফোরণ

১০

রাকসুর এক হলের ফল ঘোষণা, ভিপি-এজিএসে এগিয়ে শিবির

১১

তিন পেরিয়ে চারে কালবেলা / সত্য-সুন্দর-সাহসের অভিযাত্রায় নতুন স্বপ্ন

১২

সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খানসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 

১৩

কুষ্টিয়ায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালন

১৪

চট্টগ্রামে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে বক্তারা / পরিশুদ্ধ সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে ভূমিকা রাখবে কালবেলা

১৫

ফরিদপুর বিভাগ বাস্তবায়ন দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ

১৬

সিলেটে প্রতিষ্ঠাবার্ষিকীতে সুধীজনদের মিলনমেলা / ‘কম সময়ে কালবেলা প্রত্যাশার চেয়ে বেশি অবদান রাখছে’

১৭

বিএনপিতে যোগ দিলেন চার শতাধিক সনাতনী ধর্মাবলম্বী

১৮

ইবিতে পুকুরে ডুবে যাচ্ছিলেন দুই শিক্ষার্থী, বাঁচালেন সিনিয়র

১৯

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে শরীয়তপুর সাংবাদিক সমিতির শুভেচ্ছা

২০
X