বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৭ কার্তিক ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ এশিয়ায় ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে : পিএসও

দক্ষিণ এশিয়ায় ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে : পিএসও
এএফডি ও বিআইআইএসএসের যৌথ উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। ছবি : সংগৃহীত

সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান বলেছেন, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে।

বুধবার (২২ অক্টোবর) এএফডি ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এক সেমিনারে এ মন্তব্য করেন তিনি। বিআইআইএসএসের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

‘রিজিওনাল জিওপলিটিক্যাল ল্যান্ডস্কেপ : ইমপ্যাক্টস অন দ্য সিকিউরিটি ডাইনামিক্স অব বাংলাদেশ অ্যান্ড ওয়েজ ফরওয়ার্ড’- শীর্ষক সেমিনার তিনি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

তিনি বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটের জটিলতা এবং বহুমাত্রিক প্রভাবের ওপর আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমান বিশ্বের ভূরাজনীতি এমন একপর্যায়ে পৌঁছেছে, যেখানে জাতীয়, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপট পারস্পরিক সহযোগিতার ওপর নির্ভরশীল এবং একে অপরের সঙ্গে জটিলভাবে জড়িত। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বে ভূগোলের চেয়ে রাজনীতি অধিক প্রভাবশালী হয়ে উঠছে, বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে।

তিনি জাতীয় নিরাপত্তা কৌশলে স্পষ্টতা, নীতিনির্ধারণে দূরদৃষ্টি এবং প্রতিরক্ষা ইন্ডাস্ট্রি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এছাড়াও কূটনীতিক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও সামরিক অ্যাটাশে, সশস্ত্র বাহিনীর কর্মকর্তা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তাসহ মিডিয়া ব্যক্তিরা সেমিনারে অংশগ্রহণ করেন।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

প্রধান অতিথির বক্তব্যে এম সাখাওয়াত হোসেন বাংলাদেশের সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট, সামাজিক উন্নয়ন, আঞ্চলিক পরিস্থিতি ও রোহিঙ্গা ইস্যু নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো দেশ একা টিকে থাকতে পারে না; আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সহযোগিতা ছাড়া জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বাংলাদেশকে সকল দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থনির্ভর সম্পর্ক বজায় রাখতে হবে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফ। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. নিলয় রঞ্জন বিশ্বাস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সাহাব এনাম খান প্যানেল আলোচক হিসেবে প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া প্রাক্তন রাষ্ট্রদূত ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সভাপতি এম হুমায়ুন কবির সেমিনারের মডারেটর হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি উন্মুক্ত আলোচনা ও সেশন পরিচালনা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের সেরা সাত স্টেডিয়ামের তালিকায় জায়গা পেল সিলেট

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল সচল

আমাদের নিরপেক্ষতা নিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন : জামায়াতকে প্রধান উপদেষ্টা

আজ শুভ ‘ভাইফোঁটা’

মাইলস্টোন ট্রাজেডিতে আহতদের তারেক রহমানের সহায়তা

সেন্টমার্টিনে অভুক্ত প্রাণীর পাশে অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

গণতান্ত্রিক চর্চায় নির্বাচনের বিকল্প নেই : এনপিপি

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক

আমরা হতবাক ও ক্ষুব্ধ : মুহিউদ্দীন রাব্বানী

৩১ দফা আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা : কফিল উদ্দিন

১০

‘একের পর এক পরিকল্পিত অগ্নিকাণ্ড নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র’

১১

এনসিপি ও জামায়াতকে যা বললেন প্রধান উপদেষ্টা

১২

টুঙ্গিপাড়ায় মাইকিং করে দেশীয় অস্ত্র জমা দেওয়ার নির্দেশ

১৩

সেনাবাহিনীর উদ্যোগ প্রশংসার দাবিদার, বললেন আইন উপদেষ্টা

১৪

ইউআইইউতে ‘লঞ্চপ্যাড বাই ইউআইএইচপি-ইউআইইউ’ প্রতিযোগীতার দ্বিতীয় সাইকেলের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

১৫

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১৬

নির্বাচিত সরকার এলে পরবর্তী কিস্তি ছাড়ের সিদ্ধান্ত নেবে আইএমএফ : গভর্নর

১৭

‘চট্টগ্রামের সব বিজনেস ফোরাম ঐক্যবদ্ধ থাকলে প্রতিবন্ধকতা দূর করা সম্ভব’

১৮

পশুর নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

১৯

হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চাই : সালাউদ্দিন বাবু

২০
X