বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকে আগামীর বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা হিসেবে উল্লেখ করে এটিকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর দক্ষিণখানের সিএনজি পাম্পসংলগ্ন ছোকন মেম্বারের বাড়িতে বিএনপি আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ৩১ দফা কর্মসূচি এলাকাবাসীর মাঝে তুলে ধরা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়।
কফিল উদ্দিন বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আমি তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছি। তিনি আমাকে বলেছেন—এই দফাগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এলাকাবাসীর পাশে থেকে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার বিরুদ্ধে ১৫০টিরও বেশি মামলা দিয়েছে। হামলা-মামলা-নির্যাতনের পরও আমরা এই মাটিতে আছি। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।’
কফিল উদ্দিন আহমেদ আশাবাদ ব্যক্ত করেন, বিএনপি আগামীতে ক্ষমতায় এলে কিশোরগ্যাং-মাদক-সন্ত্রাসমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ। এ সময় তিনি এলাকাবাসীর মাঝে ৩১ দফাসম্বলিত লিফলেট বিতরণ করেন।
দক্ষিণখান থানা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতনসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন