

গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি বিটিসিএল কলোনি জামে মসজিদের খতিব মুফতি মোহাম্মদ মহিবুল্লাহ মিয়াজীর ঘটনা ঘিরে নানা কর্মকাণ্ডে হিন্দুদের মধ্যে উদ্বেগ-শঙ্কার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল মঙ্গলবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠন দুটি এ উদ্বেগ জানায়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, মহিবুল্লাহ মিয়াজীর ঘটনাকে কেন্দ্র করে হিন্দু ধর্মীয় আন্তর্জাতিক সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবি তোলার পাশাপাশি সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ওপর হামলা, হত্যা, মন্দির ও প্রতিমা ভাঙচুর এবং দেশছাড়া করার হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে এ সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এরই মধ্যে প্রশাসন এ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তাও তিনি বিস্তারিত তুলে ধরেছেন। পুলিশের বয়ানেও প্রকৃত তথ্য উঠে এসেছে। যাতে প্রমাণিত হয়, ইসকন বা কোনো হিন্দু সংগঠনের কেউ এ ঘটনায় জড়িত নন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিত্তিহীন এ ধরনের ঘটনাকে সামনে রেখে অতীতেও সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে, যার জন্য সহিংসতার শিকার হতে হয়েছে সংখ্যালঘু সম্প্রদায়কে।
সংগঠন দুটি অবিলম্বে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকেও এসব ক্ষেত্রে দ্রুত ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য করুন