

দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সভাপতির দায়িত্ব মালয়েশিয়ার কাছ থেকে গ্রহণ করেছে ফিলিপাইন। মঙ্গলবার কুয়ালালামপুরে আয়োজিত এক শীর্ষ সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়রের হাতে প্রতীকীভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
ফিলিপাইন ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
ধারণা করা হচ্ছে, তাদের মেয়াদে দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক বিরোধই প্রধান আলোচ্য বিষয় হবে।
বিশ্লেষকদের মতে, ফিলিপাইন সামুদ্রিক নিরাপত্তা ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে কাজ করবে, তবে চীনের সঙ্গে সমঝোতায় কিছু জটিলতা থাকতে পারে।
আসিয়ান ও চীন বর্তমানে দক্ষিণ চীন সাগরে আচরণবিধি চূড়ান্ত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে।
সভাপতি হিসেবে ফিলিপাইন মিয়ানমারের রাজনৈতিক সংকট নিয়েও কাজ করবে। ম্যানিলা চেষ্টা করবে ব্লকের সদস্যদের মধ্যে ঐক্য বজায় রেখে চীনের সঙ্গে উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষা করতে।
মন্তব্য করুন