কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাংবাদিকতার ওপর আইজিসিএফের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গণমাধ্যম কর্মীদের মিসইনফরমেশন এবং ডিসইনফরমেশন সম্পর্কে সবসময় সচেতন থাকার তাগিদ দিয়ে ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশন -আইজিসিএফ আয়োজিত সাংবাদিকতার ওপর দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আইজিসিএফ তার ইয়্যুথ স্কিল ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এই কর্মশালার আয়োজন করে। উদ্ভাবনী ও গবেষনাধর্মী কাজের মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে চলতি বছর আইজিসিএফ যাত্রা শুরু করে।

আইজিসিএফ এর নির্বাহী পরিচালক শামা ওবায়েদের স্বাগত বক্তব্যের পর কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, ইউনিসেফ বাংলাদেশের চিফ অব কমিউনিকেশনস মিগুয়েল ম্যাথুয়েস মুনুজ,পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব নুরুল করিম ভুঁইয়া ও সাংবাদিক শাহেদ আলম।

উদ্বোধনী বক্তব্যে ইউনিসেফ বাংলাদেশের আবাসিক প্রতিনিধি রানা ফ্লাওয়ারস বলেন, বর্তমানে বিশ্বব্যাপী ডিসইনফরমেশন ও মিসইনফরমেশন মোকাবিলা একটি বড় চ্যালেঞ্জ। এটি মোকাবিলা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গণমাধ্যমকে সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, শিশুর স্বাস্থ্য ও শিক্ষায় গণমাধ্যম শক্তিশালী ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

স্বাগত বক্তব্যে আইজিসিএফের নির্বাহী পরিচালক শামা ওবায়েদ বলেন, অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকতায় প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। সাংবাদিকতায় নৈতিকতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দলীয় আদর্শ নয়, দল ও মতের ঊর্ধ্বে উঠে সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সবসময় সচেষ্ট থাকতে হবে।

দুই দিনব্যাপী কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ঢাকায় নিযুক্ত নরওয়ের ডেপুটি হেড অব মিশন ম্যারিয়ানে রাবে নাবেলশ্রুড।

আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমানের সভাপতিত্বে সনদপ্রদান অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতিসংঘ মানবাধিকার কমিশন বাংলাদেশের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা আনিস মাহফুদ ও আইজিসিএফ সদস্য ইমামুল হক শামীম। এ সময় আইজিসিএফ সদস্য ইব্রাহিম সুফি, মুশফিক হাসান মুনিম ও জাওয়াদ আনোয়ার উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে আইজিসিএফ চেয়ারম্যান মাহমুদুর রহমান প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক ও আমন্ত্রিত অতিথি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, নতুন প্রজন্মের দক্ষতা উন্নয়নে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস এম্বাসেডর তৈরির মাধ্যমে তরুণদের সম্পৃক্ত করে আরও বড় পরিসরে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। যেখানে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল আইডিয়া নিয়ে এগিয়ে এলে আইজিসিএফ তাদের স্বপ্ন বাস্তবায়নে পাশে থাকবে বলেও জানান আইজিসিএফ চেয়ারম্যান।

দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, একাত্তর টিভির বার্তা প্রধান সফিক আহমেদ, নিউজ২৪ এর বার্তা প্রধান শরিফুল ইসলাম খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাহাত মিনহাজ, বাংলা আউটলুকের নির্বাহী সম্পাদক মোক্তাদির রশিদ রোমিও, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ডেপুটি এসাইনমেন্ট এডিটর তারেক মোরতাজা, অনলাইন নিউজপোর্টাল দি ডিসেন্ট এর সম্পাদক কদরুদ্দিন শিশির ও বিএটি বাংলাদেশের এক্সটার্নাল কমিউনিকেশন ও কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার আবু সালমান মোহাম্মদ আবদুল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কূটনৈতিক সাংবাদিকতা পররাষ্ট্রনীতিকে শক্তিশালী করছে : পররাষ্ট্র সচিব

রাষ্ট্র গভীর সংকটে, উদ্ধার করতে পারে একমাত্র বিএনপি : ঢাকা-১০ আসনের প্রার্থী

ফয়সালের দেশের বাইরে চলে যাওয়ার তথ্যের বিষয়ে যা বলছে পুলিশ

দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জোনায়েদ সাকির

জকসু নির্বাচন সামনে রেখে উচ্চপর্যায়ের সভা ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কোটি মানুষের সংবর্ধনায় তারেক রহমানকে বরণ করা হবে : ইশরাক

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে যুবদলের ‘স্বাগত মিছিল’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর / লাগেজ হ্যান্ডলিংয়ের স্বচ্ছতায় কর্মীদের শরীরে ক্যামেরা

ঢাকা-১৬ আসনে মনোনয়ন ফরম নিলেন এনপিপির প্রার্থী সুমন

সংবাদমাধ্যমে হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

১০

দীপু দাসের লাশকে ঝুলিয়ে পোড়ানোর ঘটনা আতঙ্ক তৈরি করেছে : সাইফুল হক

১১

এথিকাল মাইগ্রেশনে সার্বিয়ায় ১১ কর্মী পাঠালো এশিয়া কন্টিনেন্টাল

১২

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে : যুবদলের সভাপতি

১৩

ফয়সাল ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার লেনদেন

১৪

যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই : মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

১৫

অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে গ্রেপ্তার সাবেক মেয়র

১৬

মোটরসাইকেল চোরচক্রের ৭ সদস্য গ্রেপ্তার

১৭

নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহসভাপতিসহ গ্রেপ্তার ৩

১৮

আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

১৯

দগ্ধ বেলালকে দেখতে লক্ষ্মীপুরে তারেক রহমানের উপহার নিয়ে রিজভী

২০
X