

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে অনুষ্ঠিত হয়েছে ২ দিনব্যাপী আন্তর্জাতিক শীর্ষ ফুসফুস স্বাস্থ্য সম্মেলন। মঙ্গলবার (১৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এবারের সম্মেলনে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন এবং জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি টিপিএটি কো-অর্ডিনেটর ডা. রিফাত জাহান খান।
ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকুলোসিস অ্যান্ড লাং ডিজিজ (দ্য ইউনিয়ন) আয়োজিত গ্লোবাল ফুসফুস স্বাস্থ্য সম্মেলনের এ বছর ভেন্যু হিসেবে নির্বাচিত হয়েছে ইউরোপের সুপরিচিত বেল্লা সেন্টার।
দেশের দুই প্রতিনিধি বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ গবেষণাপত্র পর্যালোচনা করেন এবং দেশের টিবি নিয়ন্ত্রণ কার্যক্রমের বিভিন্ন অগ্রগতি ও অভিজ্ঞতা আন্তর্জাতিক অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। ফুসফুস স্বাস্থ্য ও টিবি মোকাবিলায় বৈশ্বিক সমাগম টিবিসহ বিভিন্ন ফুসফুস-সংক্রান্ত রোগ প্রতিরোধ, গবেষণা, নীতি প্রণয়ন এবং যৌথ সমাধানের পথ তৈরির লক্ষ্যেই প্রতি বছর দ্য ইউনিয়ন এই সম্মেলন আয়োজন করে থাকে।
বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের জন্য এটি এক অনন্য জ্ঞান-বিনিময় ও অভিজ্ঞতা ভাগ করার প্ল্যাটফর্ম। বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর একটি। প্রতি বছর হাজারো বিশেষজ্ঞের সমাগমে এই সভাটি ইতোমধ্যেই নিজেকে বিশ্বের বৃহত্তম ফুসফুস স্বাস্থ্য সম্মেলনগুলোর মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
ফুসফুস স্বাস্থ্য, টিবি, বায়ুদূষণ, অসংক্রামক রোগ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণে নতুন গবেষণা, উদ্ভাবন, নীতি ও সমাধান নিয়ে এখানে বিস্তৃত আলোচনা হয়।
মন্তব্য করুন