

সরকারি কর্মচারীরা আগামী জানুয়ারি থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এ ছাড়া জানুয়ারিতে নতুন পে-স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
এই দাবিতে বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে পৃথকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে।
গত জুলাইয়ে সরকার নবম পে কমিশন গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। পে কমিশনের কাজ চলমান থাকলেও জানুয়ারি থেকেই নতুন বেতনকাঠামো চালুর চাপ বাড়াচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দাবি আদায়ের অংশ হিসেবে আগামী ৬ ডিসেম্বর কর্মসূচি পালিত হবে। জানুয়ারিতে নতুন পে-স্কেল কার্যকর না হলে সচিবালয় অভিমুখে লংমার্চ করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।
অন্তর্বর্তী সরকারের সময়ে নতুন পে-স্কেল বাস্তবায়ন সম্ভব কি না, তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও কর্মচারীরা চাপ বাড়াতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন