কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১০:১৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৩২ এএম
অনলাইন সংস্করণ
বার্নিকাটের গাড়িবহরে হামলা

বদিউল আলম মজুমদারের শ্যালক ইশতিয়াক গ্রেপ্তার

মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত
মার্শা বার্নিকাট। ছবি : সংগৃহীত

ঢাকায় তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদ ইশতিয়াক মাহমুদ নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় বুধবার রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। ইশতিয়াক ওই ঘটনায় দায়ের মামলার বাদী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদারের শ্যালক।

পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপকমিশনার মৃত্যুঞ্জয় দে সজল কালবেলাকে বলেন, ঢাকায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা মামলার চার্জশিটভুক্ত আসামি ইশতিয়াক মাহমুদ। বুধবার আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর ওই আসামি পালিয়ে যাচ্ছিলেন। খবর পেয়ে রাতে মোহাম্মদপুরের খিলজি রোডে তার অফিসের নিচ থেকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় দায়ের মামলায় গত ১৯ সেপ্টেম্বর ইশতিয়াকসহ নয়জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) বিভাগ। তাতে বলা হয়, আসামিদের অপরাধের সত্যতা প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে। অভিযোগপত্রে ইশতিয়াক ছাড়াও মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান ওরফে রাসেলসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে। চার্জশিটে বলা হয়, ওই হামলায় অন্যান্য আসামির সঙ্গে ইশতিয়াক মাহমুদও জড়িত ছিলেন।

পুলিশ জানায়, গতকাল দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ওই মামলায় পুলিশের দেওয়া চার্জশিট আমলে নেন। একই সঙ্গে ৯ আসামির মধ্যে ইশতিয়াক মাহমুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করারও আদেশ দেন।

২০১৮ সালের ৪ আগস্ট রাতে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজে অংশ নেন যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় হামলা হয়। ওই ঘটনায় করা মামলায় ২০২১ সালে পুলিশ চার্জশিট দেয়। তবে বাদীসহ তিনজন সাক্ষী ইশতিয়াকের নাম জানালে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৃত আসামিদের চিহ্নিত করতে অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত। অধিকতর তদন্ত করে গত ১৯ সেপ্টেম্বর আদালতে সম্পূরক চার্জশিট জমা দেয় ডিবি। চার্জশিটে ইশতিয়াক মাহমুদ ছাড়াও নাইমুল হাসান, ফিরোজ মাহমুদ, মীর আমজাদ হোসেন, সাজু ইসলাম, রাজীবুল ইসলাম, শহিদুল আলম খান, সিয়াম ও অলি আহমেদের নাম উল্লেখ করা হয়। আসামিদের মধ্যে ইশতিয়াক ছাড়া সবাই জামিনে রয়েছেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামি ইশতিয়াক মাহমুদকে আগামীকাল বৃহস্পতিবার (৫ অক্টোবর) আদালতে হাজির করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১০

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১১

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১২

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৩

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৪

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৫

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৬

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১৭

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১৮

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

১৯

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যাখ্যা দিল ইসি

২০
X