রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মীর জাওয়াদ বিন জসিম (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। রোববার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে হাজারীবাগে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাবা মীর জসিম উদ্দিন জানান, ১০ তলা ভবনের ছাদ থেকে পড়ে জসিম গুরুতর আহত হয়। এরপর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মন্তব্য করুন