কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:২৬ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:২৯ পিএম
অনলাইন সংস্করণ

অরবিস ফ্লাইং আই হাসপাতালের প্রস্তুতি চলছে পুরোদমে

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অরবিস সদর দপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। ছবি : কালবেলা
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অরবিস সদর দপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। ছবি : কালবেলা

বাংলাদেশে আগামী বছর বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস ফ্লাইং আই হাসপাতাল আগমনের প্রস্তুতি চলছে পুরোদমে। ‘১১তম ফ্লাইং আই হসপিটাল ট্রেনিং প্রোগ্রাম-২০২৪’ নামের এ মিশনের প্রস্তুতির অংশ হিসেবে অরবিস সদর দপ্তরের চার সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাংলাদেশ সফর করেছে। আগামী বছরের ১৪ থেকে ২৮ নভেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে এ ট্রেনিং প্রোগ্রামটি।

প্রতিনিধিদলের সদস্যরা হলেন- অরবিস ফ্লাইং আই হসপিটালের প্রোগ্রাম ম্যানেজার মেরিয়েম আলতুন প্যারেন্ট, সিনিয়র ম্যানেজার (অ্যাডভান্সড লজিস্টিকস) আর্নেস্টো মোরেনো, স্টাফ অপথালমোলজিস্ট মোহাম্মদ আল আবেদ এবং স্টাফ নার্স জ্যাকলিন নিউটন।

অরবিস প্রতিনিধিদল ঢাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে, যেখানে তারা এ উড়ন্ত হাসপাতালের মাধ্যমে বাংলাদেশে চক্ষু বিশেষজ্ঞদের সক্ষমতা বৃদ্ধি এবং এ ক্ষেত্রে মানবসম্পদ উন্নয়ন নিয়ে আলোচনা করে।

বিসিপিএস’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ, চক্ষুবিদ্যা বিভাগের চেয়ারম্যান এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ নুরুল হক এবং অন্যান্য অনুষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিনিধিদলটি চট্টগ্রামে প্রশিক্ষণ কর্মসূচির স্থানীয় অংশীদার হিসেবে নির্বাচিত বিশেষায়িত চক্ষু হাসপাতাল চিটাগাং আই ইনফার্মারি অ্যান্ড ট্রেনিং কমপ্লেক্স (সিইআইটিসি) পরিদর্শন করে তাদের প্রস্তুতি সম্পর্কে জানেন।

১৭ অক্টোবর প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক ডা. রবিউল হোসেন প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চক্ষু চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধিতে অরবিসের উড়ন্ত হাসপাতালের বিশ্বব্যাপী প্রভাবের প্রশংসা করেন।

অপথালমিক সোসাইটি অব বাংলাদেশের (ওএসবি) প্রেসিডেন্ট এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএইচএম এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় চক্ষুরোগ খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন এশিয়া-প্যাসিফিক একাডেমি অব অফথালমোলজির (এপিএও) প্রেসিডেন্ট অধ্যাপক আভা হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন মহাপরিচালক অধ্যাপক শাহ মনির হোসেন এবং অধ্যাপক দ্বীন মোহাম্মদ নূরুল হক, ওএসবি মহাসচিব অধ্যাপক দীপক কুমার নাগ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতালের প্রাক্তন পরিচালক অধ্যাপক জালাল আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী এবং বারডেম হাসপাতালের অধ্যাপক ডা. পূরবী রানী দেবনাথ।

বাংলাদেশে অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ, সহযোগী পরিচালক ডা. লুৎফুল হোসেন ও ইকবাল হোসেন সবগুলো সভায় যোগ দেন।

আয়োজক কমিটির সভায় ডা. মুনির বলেন, অরবিস অত্যন্ত আনন্দিত যে ওএসবি কমিটি উড়ন্ত চক্ষু হাসপাতাল মিশনে সমর্থন দিতে সম্মত হয়েছে। প্রকৃতপক্ষে চক্ষু বিশেষজ্ঞরাই আমাদের উড়ন্ত চক্ষু হাসপাতাল আনতে অনুপ্রাণিত করেছেন।

ডা. মুনির বলেন, শিক্ষা ও দক্ষতার ক্ষেত্রে পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণে ব্যাপক বৈষম্য রয়েছে, যা দূর করা প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘হ্যাঁ’ ভোটেই মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে : হাসনাত আব্দুল্লাহ

সেলস বিভাগে নিয়োগ দিচ্ছে নাবিল গ্রুপ

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

মেঘনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ

১২ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

চবি শিক্ষককে হেনেস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা

রাফিনিয়ার জোড়া গোলে ক্ল্যাসিকো জিতে সুপার কাপ বার্সেলোনার

খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হয়ে থাকবেন : কবির আহমেদ 

সোমবার বিকেলে ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

ফের ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা, একাধিক ড্রোন

১০

ইরানে চলমান বিক্ষোভে নিহত পাঁচ শতাধিক : মানবাধিকার সংস্থা

১১

বিক্ষোভকারীদের অনেকেই বিদেশি এজেন্টদের দ্বারা প্রশিক্ষিত : ইরান 

১২

বাংলাদেশি শনাক্তে এআই টুল আনছে ভারত 

১৩

ডিএনসিসি’র নাগরিক পদক পেলেন যারা

১৪

কেশবপুরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া 

১৫

ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে খালেদা জিয়া ছিলেন অনুপ্রেরণার উৎস : সাইফুল হক

১৬

জনগণের অধিকার রক্ষায় আজীবন লড়াইয়ের অঙ্গীকার ইশরাকের

১৭

ঢাকায় তিনশ’ অসহায় মানুষের মাঝে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৮

লেক থেকে ফুটপাত নিয়মের শাসনের অঙ্গীকার রবিউলের

১৯

জুলাই হত্যাকাণ্ডের মামলায় হুমায়ুন কবির জামিন পেলেন যেভাবে

২০
X