জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আট দিনব্যাপী চলছে নানা অনুষ্ঠান।
আজ শুক্রবার (২০ অক্টোবর) সমাপনীর দিন ভোরে মিনি ম্যারাথন এবং পরে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতীয় প্রেস ক্লাবের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সব সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, জাতীয় প্রেস ক্লাব সবসময় দেশ ও জাতির কল্যাণে নিবেদিত হয়ে সরকারকে সহযোগিতা করছে। জাতীয় প্রেস ক্লাবের প্রতিটি সদস্য অত্যন্ত পেশাদারিত্ব বজায় রেখে তাদের ওপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে থাকে।
প্রতিষ্ঠালগ্নের এ মাহেন্দ্রক্ষণে আমি সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
মন্তব্য করুন