গত পাঁচ বছরে ১৩৫টির বেশি পূজামণ্ডপে ৭৫ লাখ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।
২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাঁচ বছরে প্রতি মণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেন চট্টগ্রাম-৯ আসনের এই সংসদ সদস্য।
গত সেপ্টেম্বর মাসে জন্মাষ্টমী উপলক্ষে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটিকে ৫ লাখ টাকা অনুদান দেন তিনি।
এ বিষয়ে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতিটি মণ্ডপের জন্য চাল বরাদ্দ দেন। যা বিক্রি করে প্রতিটি মণ্ডপ গড়ে প্রায় ১৬ হাজার-১৮ হাজার টাকা পায়। আমার নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৯ আসনে পূজামণ্ডপসমূহে বঙ্গবন্ধুকন্যা বিগত ৫ বছরে প্রায় সোয়া কোটি টাকার অনুদান প্রদান করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। তাই আমি চেষ্টা করেছি বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসবে শামিল হতে।
মন্তব্য করুন