মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:০২ পিএম
আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপির অবরোধের প্রথম দিনে ৭ জায়গায় আগুন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে সারা দেশে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারো ঘণ্টায় ৭টি আগুনের ঘটনার সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত (১২ ঘণ্টায়) ৭টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পাওয়া গেছে। ঢাকা সিটিতে ১টি, ঢাকা বিভাগে (নারায়ণগঞ্জ, গাজীপুর) ৪টি, চট্টগ্রাম বিভাগে ১টি, রাজশাহী বিভাগে (বগুড়া) ১টি ঘটনা ঘটে। এ ঘটনায় ৩টি বাস, ১টি পার্সেল কাভার্ড ভ্যান, ১টি পিকআপ, ২টি বাণিজ্যিক পণ্যের শো রুম ও ১টি পুলিশ বক্স পুড়ে গেছে।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত বাসটি এয়ারপোর্ট বঙ্গবন্ধু এভিনিউ পরিবহন লিমিটেডের। গুলিস্তান থেকে আবদুল্লাহপুরের দিকে যাচ্ছিল বাসটি। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পাওয়া যায়নি।

হাইকোর্টের সামনে কদম ফোয়ারা মোড়ে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

দেশব্যাপী ৭২ ঘণ্টার অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগ-বিএনপির ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল ও আশেপাশের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলার পাঁচরুখী এলাকায় মহাসড়কে অবরোধ শুরু হয়। ওই ঘটনায় ৫ জন পুলিশ সদস্য ও অর্ধশতাধিক বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় কয়কেটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে পুলিশ সদস্য নুরুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক, সফিপুর ও পল্লীবিদ্যুৎসহ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশ বক্সসহ বেশকয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি পাশের একটি হাসপাতালেও ব্যাপক ভাঙচুর চালিয়েছে তারা।

চট্টগ্রাম নগরে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বিএনপির অবরোধ শুরুর প্রথম দিন সকালে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ছয়টার দিকে নগরের ইপিজেড থানার সল্টগোলা ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। এর আগে গতকাল সোমবার রাত ১০টার দিকে নগরের দামপাড়া বাস কাউন্টারের সামনে একটি মিনিবাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

চট্টগ্রামে বাসে আগুনের ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলায় এ জে আর কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে আগুন দিয়েছে অবরোধকারীরা। বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন মঙ্গলবার বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার বাঘোপাড়ায় ঢাকা-রংপুর মহাসড়কে এ ঘটনা ঘটে। বগুড়া থেকে এ জে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানটি রংপুরের দিকে যাচ্ছিল। পথে বাঘোপাড়ায় অবরোধকারীরা গাড়িতে আগুন লাগিয়ে দেয়। এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।

এদিকে, অবরোধ কর্মসূচির প্রথম দিনে সিলেটে একটি যাত্রীবাহী বাসে ভাঙচুর, গাছ ফেলে রাস্তা অবরোধ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছে। মঙ্গলবার সকাল আটটার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার চান্দাইমুখীর রাস্তার মুখে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসে ভাঙচুর করে অগ্নিসংযোগের চেষ্টা চালানো হয়। এ সময় গাড়িটিতে ভাঙচুরও চালানো হয়। তবে বাসের যাত্রীরা গাড়ির টায়ারে লাগা আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পিকেটাররা পালিয়ে যায়।

সিলেটে পিকেটাররা একটি কাভার্ডভ্যান ভাঙচুর করছেন। ছবি : কালবেলা

প্রসঙ্গত, ঢাকায় ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ের লক্ষ্যে ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি ডেকেছে বিএনপি। তাদের পাশাপাশি জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, এবি পার্টিসহ কয়েকটি দল-জোটও এ অবরোধ কর্মসূচি ঘোষণা বা সমর্থন দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: হরতাল-অবরোধ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে বিশ্বের শীর্ষ নেতাদের উপস্থিতিতে গাজা শান্তিচুক্তি সই

জয়পুরহাট জেলা এনসিপির প্রধান সমন্বয়কের পদত্যাগ

শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান

‘ড. তোফায়েলের শূন্যতা বহু দশক অনুভূত হবে’

আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

স্থানীয় সমস্যা সমাধানের আশ্বাস আনোয়ারুজ্জামানের

পূজা পরিষদ ও মহানগর কমিটির প্রত্যাশা / সংকট সমাধানে এক হয়ে কাজ করার নজির অব্যাহত থাকুক

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : পিএনপি

শেষ ওভারের নাটকীয়তায় প্রোটিয়াদের কাছে বাংলাদেশের হার

নিষিদ্ধ হওয়া ভিডিও নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১০

জাতিসংঘের ৮০তম বার্ষিকী অনুষ্ঠানে জামায়াতের অংশগ্রহণ

১১

‘ইংল্যান্ড-অস্ট্রেলিয়াও আমাদের দিনে দাঁড়াতে পারবে না’ 

১২

রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

১৩

ঢাবি সাদা দলের বিবৃতি / এমপিওভুক্ত শিক্ষকদের ওপর আক্রমণ অপ্রত্যাশিত

১৪

৪৮ জেলার ৪৩৫ স্পটে হত্যাকাণ্ড ঘটায় পুলিশ-যুবলীগ : তাজুল ইসলাম

১৫

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল জামায়াত নেতার

১৬

ইয়ামালের জন্য আল হিলালের ৫২৬০ কোটি টাকার প্রস্তাব!

১৭

অতিরিক্ত সিম স্বেচ্ছায় বাতিল না করলে যা করবে বিটিআরসি

১৮

‘দ্বাদশ ব্যক্তি’ হামজাদের প্রতিপক্ষ

১৯

জনগণের আমানত রক্ষায় জমিয়ত সর্বদা সচেষ্ট থাকবে : মোহাম্মদ আলী

২০
X