কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি বৃদ্ধির ইতিহাস সৃষ্টি করেছেন : সিদ্দিকুর রহমান

বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব উল্লেখ করে নিম্নতম মজুরি বোর্ডের মালিকের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচিসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

পরে বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিজিএমইএর সাবেক এই সভাপতির বক্তবকে সমর্থন করেন। পাশাপাশি দেশে তৈরি পোশাকশিল্পের ধারাবাহিক সাফল্য তুলে ধরার ক্ষেত্রে ডেনিম এক্সপোর সফলতা কামনা করেন।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সুশৃঙ্খলা অত্যন্ত ভদ্র, শিল্পের বর্তমান অবস্থায় পৌঁছাতে তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ভালোবাসায় আমাদের চেষ্টায় আজকের পর্যায়ে এসেছে।

৫৬ শতাংশের মজুরি বৃদ্ধির পরেও শ্রমিকদের নেতৃত্ব দানকারী সংগঠনগুলোর কিছু কিছু নেতারা শ্রমিকদের ভুল বুঝিয়ে উসকানি দিচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এই মজুরি নির্ধারণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। ৫৬ দশমিক ২৫ শতাংশ বেতন বৃদ্ধির পরেও এরকম চললে ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। আমরা যদি মনে করি ক্রেতাদের কোনো বিকল্প বাজার নাই তাহলে ভুল হবে। তারা মুখ ফিরিয়ে অন্যখানে চলে যাবে।

শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক ভাইবোনেরা আপনাদের যারা নেতৃত্ব দেয় তাদের ফাঁদে পা দিয়ে না। আপনাদের যার যার ফ্যাক্টরি রক্ষা করা দায়িত্ব আপনাদের নিতে হবে। এটা এখন আর আমাদের সম্পত্তি না, এটা এখন জাতীয় সম্পদ।

প্রধানমন্ত্রী রেশনিং বিষয়ে জানিয়েছেন শ্রমিকদের রেশন ব্যবস্থা চালু করা হবে। এর আগে জরুরি প্রয়োজনে ফ্যামিলি কাডের মাধ্যমে সংগ্রহ করার অনুরোধ করেছেন।

ডেনিম এক্সপোর আয়োজকরা জানান, এবারের আসরে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, ভিয়েতনাম, জাপান, ভারত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ ১২টি দেশের ৮০টির বেশি কোম্পানি অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্র, ফিনিশিং সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসিরুদ্দিনের প্রতি ফারহানের ক্ষোভ প্রকাশ

বরিশালে আ.লীগ নেতা গ্রেপ্তার

শতক থেকে ১ রান দূরে মুশফিক, বাংলাদেশের সংগ্রহ ২৯২/৪

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা

যে কথা বলতে গিয়ে আল্লাহ ৭ বার শপথ করেছেন!

জাতিসংঘ প্রতিবেদনকে ঐতিহাসিক ঘোষণা দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

গারো পাহাড়ের জঙ্গলে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ

জুলাই যোদ্ধা ও শহীদদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ : নুরুদ্দিন আহাম্মেদ অপু

বিশ্বমঞ্চে জামদানিতে মিথিলার চমক

গণতন্ত্র চাইলে ‘মব ভায়োলেন্স’ থেকে সরে আসতে হবে : ফখরুল

১০

মঞ্চে মোদিকে পা ছুঁয়ে প্রণাম করলেন ঐশ্বরিয়া

১১

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচারের ব্যাখ্যা দিলেন আরএমপি কমিশনার

১২

ফের বাড়ল স্বর্ণের দাম, বিক্রিও চড়া

১৩

মুশফিককে প্রশংসায় ভাসিয়ে যা বললেন দুবারের বিশ্বকাপজয়ী পন্টিং

১৪

জকসু নির্বাচন / শহীদ সাজিদের কবর জিয়ারত করল ছাত্রদল সমর্থিত প্যানেল

১৫

জকসু উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি

১৬

ভাঙল শতরানের জুটি, শততম টেস্টে হাসল মুশফিকের ব্যাট

১৭

যে কারণে বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে পারবেন না রাকিব-তপু

১৮

আজ বিশ্ব পুরুষ দিবস

১৯

দীনেশ চন্দ্র পালের আত্মার চিরশান্তি কামনায় প্রার্থনা সভা

২০
X