কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:০২ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শ্রমিকদের মজুরি বৃদ্ধির ইতিহাস সৃষ্টি করেছেন : সিদ্দিকুর রহমান

বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শ্রমিকবান্ধব উল্লেখ করে নিম্নতম মজুরি বোর্ডের মালিকের প্রতিনিধি সিদ্দিকুর রহমান বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বৃদ্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিহাস সৃষ্টি করেছেন। বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ডেনিম এক্সপোর ১৫তম এ আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ ছাড়া বিজিএমইএর সভাপতি ফারুক হাসান ও সিনিয়র সহসভাপতি এসএম মান্নান কচিসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

পরে বক্তব্যে বাণিজ্যমন্ত্রী বিজিএমইএর সাবেক এই সভাপতির বক্তবকে সমর্থন করেন। পাশাপাশি দেশে তৈরি পোশাকশিল্পের ধারাবাহিক সাফল্য তুলে ধরার ক্ষেত্রে ডেনিম এক্সপোর সফলতা কামনা করেন।

শ্রমিক আন্দোলন প্রসঙ্গে সিদ্দিকুর রহমান বলেন, আমাদের শ্রমিক ভাইবোনরা অত্যন্ত সুশৃঙ্খলা অত্যন্ত ভদ্র, শিল্পের বর্তমান অবস্থায় পৌঁছাতে তাদের অক্লান্ত পরিশ্রম, তাদের ভালোবাসায় আমাদের চেষ্টায় আজকের পর্যায়ে এসেছে।

৫৬ শতাংশের মজুরি বৃদ্ধির পরেও শ্রমিকদের নেতৃত্ব দানকারী সংগঠনগুলোর কিছু কিছু নেতারা শ্রমিকদের ভুল বুঝিয়ে উসকানি দিচ্ছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, এই মজুরি নির্ধারণ হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশে। ৫৬ দশমিক ২৫ শতাংশ বেতন বৃদ্ধির পরেও এরকম চললে ক্রেতারা মুখ ফিরিয়ে নেবে। আমরা যদি মনে করি ক্রেতাদের কোনো বিকল্প বাজার নাই তাহলে ভুল হবে। তারা মুখ ফিরিয়ে অন্যখানে চলে যাবে।

শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, শ্রমিক ভাইবোনেরা আপনাদের যারা নেতৃত্ব দেয় তাদের ফাঁদে পা দিয়ে না। আপনাদের যার যার ফ্যাক্টরি রক্ষা করা দায়িত্ব আপনাদের নিতে হবে। এটা এখন আর আমাদের সম্পত্তি না, এটা এখন জাতীয় সম্পদ।

প্রধানমন্ত্রী রেশনিং বিষয়ে জানিয়েছেন শ্রমিকদের রেশন ব্যবস্থা চালু করা হবে। এর আগে জরুরি প্রয়োজনে ফ্যামিলি কাডের মাধ্যমে সংগ্রহ করার অনুরোধ করেছেন।

ডেনিম এক্সপোর আয়োজকরা জানান, এবারের আসরে বাংলাদেশ, চীন, পাকিস্তান, তুরস্ক, ইতালি, স্পেন, জার্মানি, ভিয়েতনাম, জাপান, ভারত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ডসহ ১২টি দেশের ৮০টির বেশি কোম্পানি অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত ও উৎপাদিত বস্ত্র, পোশাক, সুতা, যন্ত্র, ফিনিশিং সরঞ্জাম ও উপকরণ প্রদর্শন হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

গাজা অভিমুখী ফ্লোটিলায় শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

১০

কর্ণফুলী টানেলে মিনিবাস উল্টে আহত ৪

১১

মার্কস অলরাউন্ডারে ১ কোটি টাকারও বেশি উপহার ও শিক্ষাবৃত্তি

১২

চট্টগ্রামে প্লাস্টিকের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

১৩

সাদাপাথর লুটের ঘটনায় এবার আ.লীগ নেতা গ্রেপ্তার

১৪

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতাসহ ৪১ জন

১৫

রাবির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

১৬

বিএফইউজে নির্বাহী কমিটির সভা / নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনসহ ১০ দফা দাবি

১৭

সুরাহা না হলে রাজপথে থেকেই ‘জুলাই সনদ’ আদায় করে নিতে হবে : হাদি

১৮

দরপত্র ছাড়াই কর্মকর্তাদের যোগসাজশে বনের গাছ বিক্রির অভিযোগ

১৯

ফ্লোটিলার জাহাজে ড্রোন হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু

২০
X