ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর একমাত্র ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. সাদেকা হালিমের সহোদর ইনামুল আজিজ চৌধুরী মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)।
গত ২২ জুন রাতে ঢাকার বিআরবি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইনামুল আজিজ পেশায় একজন ব্যাংকার ছিলেন।
মৃত্যুকালে তিনি মা, তিন বোন এবং দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী ২৭ জুন মঙ্গলবার বাদ জোহর তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
মন্তব্য করুন