বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

দুর্যোগ মোকাবিলার সক্ষমতায় উচ্চ পর্যায়ে পৌঁছেছি : মেয়র তাপস

ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

দুর্যোগ মোকাবিলার সক্ষমতা অর্জনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উচ্চ পর্যায়ে পৌঁছতে পেরেছে বলে জানিয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

সোমবার (২৬ জুন) নগর ভবনে দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্র, নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ, নগর উপাত্ত কেন্দ্র, নিরাপত্তা ও অন্তর্জাল পরিচালন কেন্দ্র এবং নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আজকের যে পাঁচটি কেন্দ্র ও নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন করা হলো, এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জনে আমরা আজকে উচ্চ পর্যায়ে পৌঁছতে পেরেছি। স্বচ্ছতার সঙ্গে এরই মধ্যে এ প্রকল্পের ৯৭ ভাগ কাজ বাস্তবায়ন হয়েছে। ওয়ার্ল্ড ব্যাংকও এ প্রকল্প বাস্তবায়নে খুশি হয়েছে বলেও আপনারা শুনেছেন। এ প্রকল্পে খালি থাকা পদে দ্রুত জনবল নিয়োগ দেওয়া হবে।’

দুর্যোগ মোকাবিলার প্রসঙ্গ টেনে মেয়র বলেন, ‘এখন যদি ভূমিকম্প হয়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা এর তাৎক্ষণিক তথ্য পেয়ে যাব। বন্যা, ঘূর্ণিঝড়সহ সব ধরনের তথ্য ও পূর্বাভাস পেয়ে যাব। আমাদের মাঠ, খোলা জায়গা, পানির প্রবাহ, কোরবানির বর্জ্য অপসারণসহ সব ধরনের কার্যক্রম এই পরিচালনা কেন্দ্র থেকে পরিচালনা করতে পারব। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে। স্মার্ট নাগরিকের সব সেবা যাতে আমরা ডিজিটাল সেন্টারের মাধ্যমে দিতে পারি সেজন্য আমাদের কাজ চলমান। রাস্তা খনন করার সময় গ্যাস বা অন্য যে কোনো লাইন কোথায় আছে সে তথ্যও আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে পারব। ফলে যে কোনো দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।’

সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে সচিত্র প্রতিবেদন উপস্থাপন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন বলেন, এই প্রকল্পটি আরবান রিজিলিয়েন্স প্রকল্প-ডিএনসিসি পার্টটি বিশ্বব্যাংকের অর্থায়নে সিটি করপোরেশন বাস্তবায়ন করছে। এ ৫টি কেন্দ্র ও কক্ষের যাবতীয় তথ্য ও সহায়তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট www.dscc.gov.bd এ গিয়ে পাওয়া যাবে। দুর্যোগ মোকাবিলায় জরুরি পরিচালন কেন্দ্রের মাধ্যমে দৈনন্দিন মাঠপর্যায়ের কার্যক্রম সব তথ্য পাওয়া যাবে এবং এসব তথ্যের ভিত্তিতে কার্যক্রম পরিচালিত হবে। নগর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

নিয়ন্ত্রণ কক্ষের +৮৮০-২২২-৩৩৮৬০১৪ এই নম্বরে ফোন করে যে কোনো অভিযোগ দাখিল ও সিটি করপোরেশনের যে কোনো তথ্যসেবা পাওয়া যাবে। নগর উপাত্ত কেন্দ্র ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় তথ্য ভান্ডার হিসেবে কাজ করবে। এই ডেটা সেন্টারের স্টোরেজ ক্যাপাসিটি ১২৮ টেরাবাইট (টিবি)। যা ৩০০০ টিবি পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব। এই ডেটা সেন্টারে ১০০০ ড্রাইভ সাপোর্ট রয়েছে। নিরাপত্তা ও অন্তর্জাল পরিচালন কেন্দ্র থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট নেটওয়ার্ক ও নিরাপত্তা সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হবে। আর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সিসি টিভি ক্যামেরার মাধ্যমে নগর ভবনসহ সিটি করপোরেশনের সব স্থাপনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, 'আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট' এর প্রকল্প পরিচালক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আরিফুর রহমান, উপ-প্রকল্প পরিচালক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমান, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীনসহ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফজলে শামসুল কবির, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁঞা, দক্ষিণ সিটির দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. সিরাজুল ইসলাম ভাট্টিসহ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইঞ্জিন সংকটে ‘নাজুক’ রেল অপারেশন

স্পেনে রিয়ালের আর্জেন্টাইন তারকাকে নিয়ে অদ্ভুত বিতর্ক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হলেন আবু তাহের

মানবিক ড্রাইভার গড়তে নারায়ণগঞ্জে ডিসির যুগান্তকারী উদ্যোগ

গৃহকর্মীদের অধিকার সুরক্ষায় জাতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত

পিএসসি সদস্য হলেন অধ্যাপক শাহীন চৌধুরী

রিয়ালের হয়ে ইতিহাস গড়লেন আর্জেন্টিনার ‘মাস্তান’

দাম্পত্য কলহ এড়ানোর সহজ ৫ উপায়

‘গণতন্ত্রের জন্য আরও কঠিন পথ পাড়ি দিতে হতে পারে’

আর্থিক খাত নিয়ে খারাপ খবর দিলেন গভর্নর

১০

পৌরসভার ফাইল নিয়ে দুই কর্মকর্তার হাতাহাতি

১১

কর্মস্থলে ‘অনুপস্থিত’, এবার পুলিশের ২ এসপি বরখাস্ত

১২

এশিয়া কাপ দল নিয়ে তোপের মুখে বিসিসিআই

১৩

নারী-শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

১৪

ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব প্রস্তুতি নিয়েছে সরকার : উপদেষ্টা আসিফ

১৫

পিয়াইন নদীতে অবাধে বালু লুট, হুমকিতে বসতবাড়ি 

১৬

সোনালী ও জনতা ব্যাংকের অফিসার পদের ফল প্রকাশ

১৭

নরসিংদীতে একজনকে কুপিয়ে হত্যা

১৮

হোয়াটসঅ্যাপে নতুন কৌশলে অর্থ চুরি, যেভাবে নিরাপদ থাকবেন

১৯

টিটিইসহ ৫ জন আসামি / তিন মাসেও শেষ হয়নি ট্রেন থেকে ফেলে হত্যার তদন্ত

২০
X