আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন করার সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ সোমবার (২৭ নভেম্বর) এ-সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন।
নতুন সময় অনুযায়ী, এখন আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত দেশীয় সংস্থাগুলো আবেদন করতে পারবে। এর আগে ২৫ নভেম্বর আবেদনের সময় শেষ হয়। ওই সময় পর্যন্ত কমবেশি ৪০টি সংস্থা আবেদন করে।
এদিকে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ভিসা দেওয়া, নিরাপত্তা, ইমিগ্রেশন সুবিধাসহ অন্যান্য বিষয়ে প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি পর্যালোচনায় মঙ্গলবার সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসছে ইসি।
ইসির কর্মকর্তারা জানান, এ নির্বাচন পর্যবেক্ষণে বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যবেক্ষক অংশ নিক- এমনটিই চায় নির্বাচন কমিশন। এ জন্য তাদের আবেদনের সময়ও বাড়িয়ে ৭ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া কমিশন থেকেও ৩৪টি দেশ ও ৪টি সংস্থার ১১৪ জনকে নির্বাচন পর্যবেক্ষণে আসার আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল পর্যন্ত প্রায় ১০০ জন এ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে।
মন্তব্য করুন