বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সমবায় আইন সংস্কার জরুরি : সন্তোষ শর্মা

কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। ছবি : কালবেলা
কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। ছবি : কালবেলা

কালবেলা সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা বলেছেন, সমবায় আইন কতটা সংস্কার জরুরি এটা একটা বড় বিষয়। সমবায়ের মাধ্যমে আমরা কোন জায়গায় পৌঁছাতে পারি তা সবারই জানা। কিন্তু আমাদের জানলে হবে না, যাদের জানা প্রয়োজন তাদের জানতে হবে। যাদের জন্য প্রয়োজন তাদের সচেতন করতে হবে।

শুক্রবার (১ ডিসেম্বর) রাজধানীর নিউমার্কেটে দৈনিক কালবেলার প্রধান কার্যালয়ের সেমিনারকক্ষে ‘প্রান্তিক জনগোষ্ঠীর সমবায় গঠনে অন্তরায় ও উত্তরণ: প্রসঙ্গ সমবায় সমিতি আইন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) ও দৈনিক কালবেলা গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সন্তোষ শর্মা বলেন, আমরা মিল্কভিটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ইতিহাস জানি। প্রতিবেশী দেশ ভারতে সমবায়ের প্রতিষ্ঠান ‘আমল’; ওখানে পরিদর্শন করেছি। তাদের সাফল্য রয়েছে। আগামী জাতীয় সংসদে সমবায় আইন সংস্কার নিয়ে অনুষ্ঠানে উপস্থিত আইন প্রণেতাদের একজন পার্টির সভাপতি ও প্রবীণ রাজনীতিক রাশেদ খান মেনন ব্যাপক ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, আমরা নতুন পত্রিকা কালবেলা মাত্র এক বছর। আপনারা শুনলে অবাক হবেন, এ নতুন পত্রিকাটির অনলাইন এখন বাংলাদেশের সকল মাপকাঠি বিবেচনায় এক নম্বরে। পত্রিকা হিসেবে প্রিন্ট ভার্সনেও আমরা তৃতীয় অবস্থানে। এটি একমাত্র সম্ভব হয়েছে পাঠকের কারণে।

তিনি আরও বলেন, আমরা সৌভাগ্যবান আজকের গোলটেবিল বৈঠকে আইন প্রণয়ণকারীদের মধ্যে একজন আমাদের মাঝে উপস্থিতি আছেন। আমি সাংবাদিক হিসেবে বলতে পারি, এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে মেনন (ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন) ভাইকে আবারও সংসদে দেখতে পাব। যেখানে মেনন ভাইয়ের গৌরবোজ্জ্বল উপস্থিতি থাকবে। তাই আশা রাখতে পারি, তিনি পরবর্তী সময়ে এ বিষয়ে সংসদে ভূমিকা রাখতে পারবেন।

গোলটেবিল বৈঠকে উপস্থিত গুণীজনদের প্রশংসা করে তিনি বলেন, আমি নিজে খুবই ভাগ্যবান মেনন ভাই (রাশেদ খান মেনন), সুলতানা আপা (সুলতানা কামাল), রোবায়েত ভাই (রোবায়েত ফেরদৌস), হুদা ভাইসহ (শামসুল হুদা) আরও যারা এসেছেন প্রত্যকেই কালবেলার জন্য স্মরণীয় ঘটনা।

সন্তোষ শর্মা বলেন, আমাদের আজকের আলোচ্য বিষয় প্রান্তিক জনগোষ্ঠীর সমবায় গঠনে অন্তরায় ও উত্তরণ। স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায় আইন নিয়ে স্বপ্ন দেখেছেন। আমরা সবাই সমবায় আইন নিয়ে তার স্বপ্নের কথা জানি।

মানবাধিকার কর্মী সুলতানা কামালের সভাপতিত্বে ও কালবেলা মাল্টিমিডিয়ার শিফট ইনচার্জ অমিত হাসান রবিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথির বক্তব্য দেন সমবায় অধিদপ্তরের অতিরিক্ত নিবন্ধক (সমিতি ব্যবস্থাপনা) আহসান কবীর। আলোচক ছিলেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আইনুন নাহার লিপি ও রাজশাহীর রুলফাওর পরিচালক আফজাল হোসেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রিজওয়ানুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

আখিরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াত : মুজিবুর রহমান

রাজধানীতে তারেক রহমানের সাক্ষাৎকারের রেকর্ডেড ভিডিও প্রদর্শন

জবাব দিতে পিএসসিকে আলটিমেটাম

অসদাচরণের অভিযোগে বদলি চিকিৎসক দম্পতি

সড়কের পাশে ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ

শহীদ জিয়ার মাজারে দোয়া করলেন খালেদা জিয়া

নোয়াখালী বিভাগ চাইলেন ‘কাবিলা’

বেথ মুনির রেকর্ডে অস্ট্রেলিয়ার দুর্দান্ত জয়

১০

‘বিষাক্ত মদ’ পানে সংরক্ষিত ইউপি সদস্যের স্বামীর মৃত্যু

১১

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, বৃষ্টি নিয়ে নতুন তথ্য

১২

ঢাকা উত্তর সিটিতে জন্মনিবন্ধন ছাড়াই টাইফয়েড টিকা মিলবে

১৩

শহীদ জিয়ার মাজার জিয়ারতে খালেদা জিয়া

১৪

জাতীয় পর্যায়ে রানার্স আপ নারী ফুটবল দলকে গণসংবর্ধনা

১৫

দুই বছর আগের মামলায় নতুন করে ‘আসামি’ সাংবাদিক

১৬

বদলির আদেশের ৩ সপ্তাহ পরও অফিস করছেন রাসিক সচিব

১৭

অধ্যাপক ড. তোফায়েল আহমেদ মারা গেছেন

১৮

চার দিন ধরে নিখোঁজ বিকাশ কর্মী ওমর ফারুক

১৯

ওসির বিরুদ্ধে দুর্বল ধারার অভিযোগ, আ.লীগ নেতার ৩ সন্তানের জামিন

২০
X