ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে রাজধানীতে ‘মুক্তির যাত্রা’ কর্মসূচির আয়োজন করেছে লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকরা। কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহকপাট’সহ বিভিন্ন গান গেয়ে প্রতিবাদ জানান তারা। মুক্তির যাত্রা শীর্ষক এই ব্যতিক্রমী গানের মিছিলে প্রতিকী ‘ভোটাধিকার’ আটকে রেখে একটি বদ্ধ খাঁচা বহন করেন আয়োজকরা। কালো কাপড় পরিহিত এই অংশটি মিছিলের অগ্রভাগে ছিল। আর পিছনে ‘মুক্তির যাত্রা’র গান গেয়ে শিল্পীরা দেশের বর্তমান পরিস্থিতি থেকে মুক্ত করার আহ্বান জানান।
শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার দাবিতে লেখক, শিল্পী, শিক্ষক ও সাংবাদিকের ব্যানারে এ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।
মিছিলে ‘ভোটাধিকার আমার মত প্রকাশের অধিকার’, ‘কণ্ঠে মেলাও সুর; দুঃশাসন হবে দূর’, ‘লাথি মার ভাঙরে তালা, যতসব বন্দিশালা’, ‘ভোটাধিকার নাই, নাগরিক অধিকারও নাই’ ইত্যাদি স্লোগান লেখা প্ল্যাকার্ড ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহিদ নূর হোসেনের ছবি হাতে অংশ নেন বিক্ষোভকারীরা।
মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে সংগীতশিল্পী অরূপ রাহী বলেন, কর্তৃত্ববাদী শাসক দেশের জনগণের বিরুদ্ধে শাসন করছে। উন্নয়নের নামে একের পর এক প্রহসনের নির্বাচনের মাধ্যমে সব ধরনের অধিকার ভূলুণ্ঠিত করছে। হাজার হাজার মানুষকে গুম করছে, খুন করছে, হত্যা করছে। লাখ লাখ মানুষ কারা নির্যাতিত। সরকারের জুলুম শাহী কায়েমের জন্য মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়ন হয়নি। আজকে সবার কণ্ঠরোধ করা হচ্ছে বলে মানুষের কোনো অধিকারই আর নেই। রাষ্ট্র এখন এক ব্যক্তির ইচ্ছায় চলছে।
লেখক ও সম্পাদক রাখাল রাহা বলেন, নির্মম রাজনৈতিক বাস্তবতায় এখন কেউ কথা বলতে সাহস পায় না, প্রতিবাদ করতে সাহস পায় না। এই কর্তৃত্ববাদী শাসনের কবলে লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণি আজ দালালে পরিণত হয়েছে। তারা এই সরকারের অপকর্মের সাফাই গাইছে। এখন এ রকম টাউটদের বাম্পার ফলন ঘটেছে। এদের কারণেই এই সরকার বহাল তবিয়তে আছে। অথচ একসময়ে এই শ্রেণির লেখনীতে, কবিতায় আর গানে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত হয়েছিল।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ড. আসিফ নজরুল, সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান, কথাসাহিত্যিক ও সাংবাদিক মাহবুব মোর্শেদ, কথাসাহিত্যিক এহসান মাহমুদ, রাহমান মুস্তাফিজ, সাংবাদিক সাঈদ খান, এক্টিভিস্ট আবু হানিফসহ শতাধিক লেখক, শিল্পী, কবি, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক কর্মী।
মন্তব্য করুন