আজ ৯ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আলী মোল্লার ৭ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এ দিনে অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে তিনি পরলোক গমন করেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শুক্রবার (৮ ডিসেম্বর) গোপালগঞ্জের নিজ বাড়ি ও শহরের কয়েকটি মসজিদসহ নিজ গ্রাম চন্দ্রদিঘলিয়ার বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল আলী মোল্লা গোপালগঞ্জ বড় বাজার (সাবেক ক্ষুদ্র বাজার) ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি একাধারে ব্যবসায়ী, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক ছিলেন। দেশপ্রেমে উদ্বুদ্ধ ও জনদরদী মহান এ মানুষের জীবদ্দশায় প্রতিষ্ঠিত হয়েছে রাবেয়া-আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং রাবেয়া-আলী মোহাম্মাদিয়া জামে মসজিদ ইত্যাদি।
মন্তব্য করুন