জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনিকে নাটোরের গুরুদাসপুরে মারধর এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারের আদম শাহ মোড়ের এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনোয়ারুজ্জামান জানিয়েছেন।
ঘটনার বর্ণনায় পুলিশের এ কর্মকর্তা জানান, আবু হেনা রনিসহ চার বন্ধু আদম শাহ মোড়ে সিনেমা হলের রাস্তার পাশে তাদের প্রাইভেটকার পার্কিং করেন। এ সময় আরেকটি প্রাইভেটকারে আসা স্থানীয় চাতাল ব্যবসায়ী ছাবলু মোল্লা রনিদের গাড়ি রাখা দেখে গালাগাল করতে শুরু করেন।
রনি ও তার বন্ধুরা ছাবলুকে গালাগাল করেত নিষেধ করলে তিনি গাড়ি থেকে নেমে তাদের ওপর চড়াও হয়। এ সময় ছাবলু স্থানীয়দের বাধার মুখে পড়লে ক্ষিপ্ত হয়ে ফোন করে লোকজন ডেকে আনেন। পরে আট থেকে দশটি মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে রনি ও তার বন্ধুদের মারধর করে চলে যায়।
স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রনিসহ তার বন্ধুদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ওসি বলেন, এ ঘটনায় রনি নিজে বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিদের ধরতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে পুলিশ।
অভিযোগের বিষয়ে জানতে ছাবলু মোল্লার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়।
মন্তব্য করুন