এসইডিএ ফাউন্ডেশন, বাংলাদেশ এর ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ সংগঠনের প্রধান কার্যালয়ের অফিস উদ্ভোধন, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও জেলা কমিটি প্রকাশ এবং অভিষেক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকালে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় উত্তরাতে এ অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়ার মাধ্যমে এবং শহীদদের স্মরণ করে ১৫তম বার্ষিক সাধারণ সভা-২০২৩ সংগঠনের প্রধান কার্যালয়ের অফিস উদ্ভোধন, কেন্দ্রীয় কমিটি, উপদেষ্টা কমিটি ও জেলা কমিটি প্রকাশ এবং অভিষেক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে ফাউন্ডেশনের বিগত বছরের আর্থিক বিবরণী পাঠ ও অনুমোদন এবং চলতি ২০২৪ সালের বাজেট উত্থাপন করা হয়, সাথে অনুমোদন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলাজজ (অবঃ), উপদেষ্টা- এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ। উদ্ভোধক প্রকৌশলী হরিপদ রায়, নির্বাহী অফিসার, কালিয়াকৈর পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আলোচক প্রকৌশলী রঞ্জন কুমার বণিক, সি.ই,ও, প্রগতি ইঞ্জিনিয়ারস্ এন্ড কনসালটেন্ট লি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মোহাম্মদ আরিফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. মোক্তার হোসেন সামির, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (কেন্দ্রীয়), এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন মো. ইমরোজ সালাম ধুসর, মহাসচিব (কেন্দ্রীয়), এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মোহাম্মাদ আরিফুল ইসলাম বলেন, আমরা কিশোর আমরাই যুবক, আমরা যদি চেষ্টা করি তাহলে পারব দেশকে উন্নতি এবং বিভিন্ন ক্রাইম থেকে ফিরিয়ে রাখতে। আর তার একটি অন্যতম মাধ্যম হচ্ছে এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ। আশা করি আমরা সকলেই এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ এর পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে আলোচক প্রকৌশলী রঞ্জণ কুমার বণিক বলেন, আমরা আমাদের পক্ষ থেকে সব সময় এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশ এর পাশে আছি এবং থাকব। আমি, আরও বলতে চাই এস.ই.ডি.এ ফাউন্ডেশন, বাংলাদেশে সত্যিকার অর্থে একটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠান যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে সারা বাংলাদেশে এর কার্যক্রম ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে উদ্ভোধক প্রকৌশলী হরিপদ রায় বলেন, এ সংগঠন সততা ও নিষ্ঠার সহিত কাজ করছে বলে আমি এর সাথে আছি ও থাকব। আমি আরও বলছি এ সংগঠন সারা বাংলাদেশে এর কার্যক্রম আরো দ্রুত ছড়িয়ে পড়বে। আমি আমার পক্ষ থেকে সবসময় সহযোগিতা করে যাব। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলাজজ (অবঃ) বলেন, আমি আমার আইনি পেশাতে থেকে আমি দীর্ঘ ৬ বছর এ সংগঠনের সাথে জড়িত। আমি অতি মুগ্ধ এ সংগঠনের কার্যক্রমের সাথে জড়িত থাকতে পেড়ে। শুধু তাই নই আমাকে এ সংগঠনের উপদেষ্টা হিসেবে মনোনীত করায় আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমি এ সংগঠনের উত্তোরোত্তর উন্নতি এবং আমার সন্তানতুল্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান (প্রতিষ্ঠাতা) মো. মোক্তার হোসেন সামিরকে আন্তরিক সাধুবাদ জানাই।
এর পরে সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্ঠা কমিটি ২০২৪-২০২৬ ঘোষণা করা হয়। ১. উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ হলেন- প্রধান উপদেষ্টা- বিচারপতি আফজাল হোসেন আহমেদ-সাবেক বিচারপতি হাইকোর্ট ডিভিশন ও সাবেক সচিব আইন বিষয়ক সংসদীয় মন্ত্রণালয়, ২. উপদেষ্টা- বীর মুক্তিযোদ্ধা রোকেয়া বেগম, জেলাজজ (অবঃ), ৩. উপদেষ্টা-হাজী মো. আব্দুল আলী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, ৪. উপদেষ্টা-প্রকৌশলী হরিপদ রায়, নির্বাহী কর্মকর্তা, কালিয়কৈর পৌরসভা, স্থানীয় সরকার বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ৫. উপদেষ্টা- জনাব সাইফুর রহমান ভূইয়া, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মহাব্যবস্থাপক (মোয়াজউদ্দিন গ্রুপ), ৬. উপদেষ্টা-প্রকৌশলী রঞ্জন কুমার বনিক, সি.ই.ও-প্রগতি ইঞ্জিনিয়ারস্ এন্ড কনসালটেন্ট, ৭. উপদেষ্টা- মো. বাবুল হোসেন মোল্লা এবং ৮. উপদেষ্টা- মোহাম্মদ আরিফুল ইসলাম, সিনিয়র স্টাফ রিপোর্টার, নিউজ২৪।
কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ এ যারা যারা আছেন- ১. মো. মোক্তার হোসেন সামির- প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান. ২. মো. আমিরুল ইসলাম-সিনি. ভাইস চেয়ারম্যান, ৩. অন্তরা আক্তার লাবণী-ভাইস চেয়ারম্যান, ৪. মো. ইমরোজ সালাম ধুসর-মহাসচিব, ৫. রব্বানী সুলতান-যুগ্ম মহাসচিব, ৬. তাজওয়ার ওয়ালী- যুগ্ম-মহাসচিব, ৭. শামীমা সুলতানা শাম্মী-সাংগঠনিক সম্পাদক, ৮. মোসা. সারমিন আক্তার-যুগ্ম- সাংগঠনিক সম্পাদক, ৯. মো. মাহবুবর রহমান আরিফ- অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ), ১০. মো. আলিফ উদ্দিন-দপ্তর, প্রচার বিষয়ক সম্পাদক, ১১. আব্দুল্লা আল সেতু- আইন বিষয়ক সম্পাদক, ১২. ইয়াদুন্নাহার মিতু- নারী ও শিশু বিষয়ক সম্পাদক, ১৩. মো. হাসিব উদ্দিন-শিক্ষা, ত্রাণ ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক, ১৪. সৌরভ দাস- আন্তজাতিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, ১৫. মো. আমানুল্লাহ আমান-ধর্ম ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ১৬. মো. শিপলু বেপারী শ্রাবণ- সদস্য সচিব এবং ১৭. আহসান আরিফ- সদস্য কমিটি ঘোষণার মাধ্যমে ২য় পর্বে অফিস ফিতা কেটে উদ্ভোধন করা হয়।
অনুষ্ঠানের পরিশেষে সভা এবং প্রতিষ্ঠাতা ও চেযারম্যান তার বক্তব্যে বলেন, আগামী ২০২৪ সাল থেকে নব্যগঠিত কেন্দ্রীয় কমিটি দেশ তথা অসহায়, দুস্থ, এতিম ও দুর্যোগসহ বিভিন্ন মহামারিতে এস.ই.ডি.এ ফাউন্ডেশন বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। আমরা কিশোর-কিশোরী, যুবক-যুবতী এবং প্রবীণ ও নবীনদেরকে নেশাসহ অপরাধ জগতে খুব সহজে প্রবেশ করতে না পারে সে জন্য বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক অংশগ্রহণ প্রোগ্রামের আয়োজন করা হবে। আজকের বার্ষিক সাধারণ সভায় উপস্থিত অতিথি, সম্মানিত উপদেষ্টা, উপস্থিত সকল সদস্যসহ সকলের সু-স্বাস্থ্য কামনা করে আজকের সভার সমাপনী ঘোষণা করেন।
মন্তব্য করুন