কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ০৯:১৩ এএম
অনলাইন সংস্করণ

আইসিসির প্রধান কৌঁসুলি বাংলাদেশে আসছেন আজ

করিম খান। ছবি: সংগৃহীত
করিম খান। ছবি: সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম খান। আজ মঙ্গলবার (৪ জুলাই) পাঁচ দিনের সফরে তিনি বাংলাদেশে আসছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে যাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করিম খান এবার বাংলাদেশে এসে রোহিঙ্গাদের ওপর মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটি তদন্ত করে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দেবেন।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা যায়, আজ সফরের প্রথম দিন আইসিসির প্রধান কৌঁসুলি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি আগামীকাল বুধবার ও পরদিন বৃহস্পতিবার কক্সবাজারে থাকবেন। সেখানে তিনি রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মাদ মিজানুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।

এর আগে ২০২২ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন করিম খান। ওই সফরের সময় তিনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধের তদন্তের সাক্ষ্য-প্রমাণের জন্য তাকে আবার বাংলাদেশে আসতে হবে। তার সহকর্মীরা কয়েক দফায় বাংলাদেশ সফর করবেন।

রোম সনদ অনুযায়ী, আইসিসি রাখাইন থেকে রোহিঙ্গা বিতাড়নে মানবতাবিরোধী অপরাধ হয়েছে কিনা, সেটার তদন্ত করছে। বাংলাদেশ রোম সনদের অন্যতম স্বাক্ষরকারী দেশ। তবে মিয়ানমার রোম সনদে স্বাক্ষর করেনি। দেশটি আইসিসির তদন্তের এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছিল।

রোহিঙ্গা বিতাড়নের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ তদন্তে সাক্ষ্য-প্রমাণ সংগ্রহের জন্য বাংলাদেশে কাজ করার বিষয়ে আন্তর্জাতিক এই আদালত একটি সমঝোতা সই করেছে। রোম সনদ অনুযায়ী, পৃথিবীর যে কোনো প্রান্তে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হলে তার তদন্ত করে নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত আইসিসি। তদন্ত শেষে আইসিসি অভিযুক্তদের বিচারের জন্য আদালতে হাজির করে।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের নৃশংসতার মাধ্যমে বিতাড়নের প্রায় ছয় বছর পেরিয়ে গেছে। এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা হয়েছে। তবে রোহিঙ্গা সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রত্যাবাসন নিয়ে কথাবার্তা হলেও মিয়ানমারের সংখ্যালঘু মুসলমানদের ওপর নৃশংসতার জবাবদিহি এখনো নিশ্চিত হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হঠাৎ আইসিসি র‍্যাঙ্কিং থেকে বাদ রোহিত-কোহলি!

এক দিনে ৩ শতাধিক ব্যাংক কর্মীকে ছাঁটাই

এটা দেখে আমাদের সবারই লজ্জা হওয়া উচিত : মুশফিক

বাংলাদেশ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা নেদারল্যান্ডসের

২৫ বছরেও শেষ হয়নি সেতুর নির্মাণকাজ

ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ কবে, জানাল ইসি

এবার ৭৮ অবসরপ্রাপ্ত কর্মকর্তার পদোন্নতির সুপারিশ

সিলেটের সাদা পাথর কাণ্ডে ১০ সুপারিশ

পাসপোর্ট না থাকলেও ভোটার হতে পারবেন প্রবাসীরা

রুমায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিনজন আটক

১০

দোকানে গেলেই মিলবে একাকিত্ব দূর করার উপায়    

১১

বিচারক-রাষ্ট্রপক্ষের আইনজীবীদের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ

১২

দেশের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ : শিবির সেক্রেটারি

১৩

জাতীয় নারী ফুটবলার সাগরিকার বাড়িতে চুরি

১৪

বোরকা পরা ছাত্রীদের ‘সন্ত্রাসী’ হিসেবে দেখানোকে ঘিরে বিতর্ক

১৫

উদ্বেগ জানালেন আজহারি

১৬

পাঁচ দিন সাগরে ভেসে জীবিত ফিরলেন মোরশেদ

১৭

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজে থাকছে নারী আম্পায়ার

১৮

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

১৯

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

২০
X