পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মো. সহিদ উল্যাহ। তাকে সচিব করার পর জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) পদে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। ড. মো. সহিদ উল্যাহ দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ (সিপিটি) অনুবিভাগের প্রধান হিসেবে কাজ করছেন। তিনি বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা।
মন্তব্য করুন