কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৩৯ পিএম
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

জনগণের টাকায় বেতন হয়, মনে করিয়ে দিলেন ভূমিমন্ত্রী

ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র। ছবি : কালবেলা
ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র। ছবি : কালবেলা

মানুষকে যথাযথভাবে ভূমি সেবা দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেছেন, আপনাদের প্রতি আমি আপিল (অনুরোধ) করছি, জনকল্যাণে যথাযথ ভূমি সেবা নিশ্চিত করতে কাজ করুন। একইসাথে সতর্কও করছি যেন এর ব্যত্যয় না হয়। মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাজধানীর ভূমি ভবনে কেন্দ্রীয় সেমিনার হলে আয়োজিত ‘ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর-সংস্থাগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ’ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ভূমি সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদসহ ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ভূমি মন্ত্রণালয়ের দপ্তর-সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় ভূমি আপিল বোর্ড, ভূমি সংস্কার বোর্ড, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) চারটি দপ্তর-সংস্থার প্রধানগণ নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ভূমিমন্ত্রীকে সচিত্র ব্রিফ করেন।

ভূমিমন্ত্রী বলেন, আমাকে প্রধানমন্ত্রী একটা মিশন নিয়ে ভূমি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তা হচ্ছে দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করা। স্মার্ট ভূমি ব্যবস্থাপনা বাস্তবায়ন করে এই মিশন পূরণ করতে আমি দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ। আমার বিশ্বাস, ভূমি মন্ত্রণালয়ের আমরা সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে ভূমি মন্ত্রণালয় থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী যা চাচ্ছেন তা পূরণ করা সম্ভব। ভূমি মন্ত্রণালয়ে কর্মরত সবার বেতন জনগণের ট্যাক্সের টাকা থেকে আসে মনে করিয়ে দিয়ে ভূমিমন্ত্রী আরও বলেন, বিত্তশালী এবং বিত্তহীন সকল নাগরিকই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ট্যাক্স দেন। চাকরি করে নাগরিক সেবা দেওয়ার কর্তব্য যথাযথভাবে পালন না করার অর্থ হচ্ছে চাকরির উপার্জন হালাল না হওয়া।

ভূমি সচিব মো. খলিলুর রহমান বলেন, রূপকল্প-২০৪১ এবং বদ্বীপ পরিকল্পনা ২১০০-এর আলোকে, বঙ্গবন্ধুর স্বপ্নের 'সোনার বাংলা' গড়ার প্রত্যয়ে ভূমি মন্ত্রণালয়ের সবাই ভূমিমন্ত্রীর নেতৃত্বে একযোগে কাজ করে যাবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী ইশতেহার বাস্তবায়নে কাজ করার জন্য ভূমি মন্ত্রণালয়ের সকল গণকর্মচারীর পক্ষ থেকে দৃঢ় সংকল্প ব্যক্ত করেন এবং ভূমিমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দেন সচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় বিমান দুর্ঘটনায় তারেক রহমানের শোক

বিমান বিধ্বস্তের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক 

১২ দলীয় জোট থেকে জাতীয় জাগপাকে অব্যাহতি

চাঁদা না দেওয়ায় হাসপাতালের লিফটের কাজ বন্ধ

নিয়োগ দিচ্ছে সেভ দ্য চিলড্রেন, আবেদন করুন আজই

সাফের অঘোষিত ফাইনালে আজ বাংলাদেশ-নেপাল মহারণ

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, নিহত ১

রাজধানীতে বিমান বিধ্বস্ত, উদ্ধারে বিজিবি-সেনাবাহিনী

দগ্ধদের নেওয়া হচ্ছে বার্ন ইনস্টিটিউটে

সন্তানের জন্মে উচ্ছ্বসিত নেইমারকে বিশেষ উপহার পাঠাল পিএসজি

১০

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মুখোশ খুললেন আমির খান

১১

বিমান বিধ্বস্তের ঘটনায় বিএনপির জরুরি সহায়তার নির্দেশ

১২

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, বহু হতাহতের আশঙ্কা

১৩

বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

১৪

ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্ত, সবশেষ পরিস্থিতি

১৫

হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে এনসিপি নেতারা

১৬

রাজধানীতে বিমান বিধ্বস্ত, ভিডিওতে যা দেখা যাচ্ছে

১৭

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, প্লাবিত নিম্নাঞ্চল

১৮

আরও চড়া হতে পারে স্বর্ণের দাম

১৯

‘পুলিশের ধাওয়ায়’ নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ মাদক ব্যবসায়ী

২০
X