কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৯ ফেব্রুয়ারি ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ

ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ। ছবি : কালবেলা
ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ। ছবি : কালবেলা

আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসছেন ভারতের কাশী নিবাসী ১২৭ বছর বয়সী ধর্মগুরু স্বামী শিবানন্দ। সেদিন বাংলাদেশে বসবাসরত ভক্ত ও শিষ্যদের আশীর্বাদ প্রদানে মন্দির অঙ্গনে ৯-৫টা পর্যন্ত অবস্থান করবেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মহানগর সার্বজননীন পূজা কমিটির পক্ষ থেকে দপ্তর সম্পাদক পরিমল কুমার ভৌমিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা স্বামী শিবানন্দ মহারাজ ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। সনাতন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাপুরুষের দর্শন লাভের জন্য মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের এই পুরুষ ভারতের উত্তরপ্রদেশের বারণসীর (কাশী) কবীরনগরে একটি আশ্রমে থাকেন। স্বামী শিবানন্দ যোগব্যায়ামে অবদানের জন্য ২০২২ সালের জানুয়ারিতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। গত ৩ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসেন। সর্বশেষ ঢাকায় এসেছিলেন ২০১৯ সালে। তার জন্ম ১৮৯৬ সালে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের হরিপুর গ্রামে। দীর্ঘ জীবন তিনি উৎসর্গ করেছেন যোগাভ্যাসচর্চায়। মাত্র ৬ বছর বয়সে বাবা মাকে হারান তিনি। দিনের পর দিন আহার বলতে ছিল শুধু ভাতের ফ্যান। তারপর এক সময় আশ্রয় পান ১৯০৩ সালে নবদ্বীপে ওঙ্কারানন্দ গোস্বামীর আশ্রমে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়।

সাধারণ জীবনযাপনে বিশ্বাসী এই যোগীর আহার বলতে তেলহীন সামান্য খাবার। পিছিয়ে থাকা অনগ্রসরদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোই তার জীবনের ব্রত। একাধিকবার তিনি বলেছেন, তার সুস্থ দীর্ঘ জীবনের রহস্য হরো যোগাভ্যাস, কঠোর নিয়মানুবর্তিতা এবং ব্রহ্মচর্য। তারুণ্যেই ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তার কথায়, এই বিশ্বই আমার ঘর। বিশ্ববাসী আমার বাবা মা। তাদের ভালোবাসা এবং সেবা করাই আমার জীবনের পরম ধর্ম। গত অর্ধশতক ধরে পুরীতে তিনি সেবা করছেন কুষ্ঠরোগীদের। এজন্য একাধিক সম্মানে তিনি সম্মানিতও হয়েছেন। পদ্মশ্রী পাওয়ার আগে তিনি ২০১৯ সালে পেয়েছিলেন ‘যোগরত্ন সম্মান’।

তিনি জন্মসূত্রে ভিখারির সন্তান ও আকুমার ব্রহ্মচারী। মাত্র ৬ মাস বয়সে একইদিনে বাবা ও মাকে হারান। এরপর থেকে মানুষের মাধ্যমে তিনি বড় হন। দীর্ঘ ১২৭ বছরের জীবনে তিনি কারও কাছ থেকে কোনো অর্থ কিংবা দান নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপত্তা নিয়ে শঙ্কা, আইপিএলের দুই ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে

শাকসু নির্বাচন ঘিরে উত্তপ্ত শাবিপ্রবি, সিদ্ধান্তহীনতায় নির্বাচন কমিশন

প্রশাসন কোনো দলের দালালি করলে জনগণ কঠিন জবাব দেবে: ইশরাক

আড়াইঘণ্টা পর নিয়ন্ত্রণে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন

আসিফ নজরুলের মন্তব্য নিয়ে এবার মুখ খুলল আইসিসি

আলোনসোকে বরখাস্ত করল রিয়াল, জানাল নতুন কোচের নাম

১৫ স্যাটেলাইট ও একটি কৃত্রিম উপগ্রহ নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

ঢাকায় এসে নতুন মার্কিন রাষ্ট্রদূতের উচ্ছ্বাস প্রকাশ

নির্বাচন কমিশনের সিদ্ধান্তে উত্তাল শাবিপ্রবি

বিশ্বকাপ ইস্যুতে বিসিবিকে পাঠানো আইসিসির চিঠিতে কী বলা হয়েছে

১০

মারা গেলেন ১৫ বছর বয়সে অভিষেক হওয়া সেই ক্রিকেটার

১১

তাহেরির স্ত্রীর কোনো স্বর্ণ নেই, নিজের আছে ৩১ ভরি

১২

‘দ্বিতীয় বিয়েতে আগের স্ত্রীর অনুমতি’: যেভাবে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি

১৩

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

১৪

মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

১৫

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে আইনি বাধা নেই

১৬

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিতের নির্দেশ

১৭

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

১৮

ঢাবির বিভাগীয় চেয়ারম্যান পদ থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি

১৯

জামায়াত ঐক্যের নামে জনগণকে বিভ্রান্ত করছে : মাওলানা আনোয়ারুল করিম

২০
X