কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

৯ ফেব্রুয়ারি ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ

ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ। ছবি : কালবেলা
ঢাকেশ্বরীতে আসছেন ভারতের ধর্মগুরু স্বামী শিবানন্দ। ছবি : কালবেলা

আগামী ৯ ফেব্রুয়ারি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসছেন ভারতের কাশী নিবাসী ১২৭ বছর বয়সী ধর্মগুরু স্বামী শিবানন্দ। সেদিন বাংলাদেশে বসবাসরত ভক্ত ও শিষ্যদের আশীর্বাদ প্রদানে মন্দির অঙ্গনে ৯-৫টা পর্যন্ত অবস্থান করবেন তিনি।

বুধবার (৭ ফেব্রুয়ারি) মহানগর সার্বজননীন পূজা কমিটির পক্ষ থেকে দপ্তর সম্পাদক পরিমল কুমার ভৌমিক স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আধ্যাত্মিক গুরু এবং যোগ ও বেদান্তের প্রবক্তা স্বামী শিবানন্দ মহারাজ ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন। সনাতন ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে মহাপুরুষের দর্শন লাভের জন্য মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, পৃথিবীর সবচেয়ে বেশি বয়সের এই পুরুষ ভারতের উত্তরপ্রদেশের বারণসীর (কাশী) কবীরনগরে একটি আশ্রমে থাকেন। স্বামী শিবানন্দ যোগব্যায়ামে অবদানের জন্য ২০২২ সালের জানুয়ারিতে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। গত ৩ ফেব্রুয়ারি তিনি ঢাকায় আসেন। সর্বশেষ ঢাকায় এসেছিলেন ২০১৯ সালে। তার জন্ম ১৮৯৬ সালে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার বাহুবলের হরিপুর গ্রামে। দীর্ঘ জীবন তিনি উৎসর্গ করেছেন যোগাভ্যাসচর্চায়। মাত্র ৬ বছর বয়সে বাবা মাকে হারান তিনি। দিনের পর দিন আহার বলতে ছিল শুধু ভাতের ফ্যান। তারপর এক সময় আশ্রয় পান ১৯০৩ সালে নবদ্বীপে ওঙ্কারানন্দ গোস্বামীর আশ্রমে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের নতুন অধ্যায়।

সাধারণ জীবনযাপনে বিশ্বাসী এই যোগীর আহার বলতে তেলহীন সামান্য খাবার। পিছিয়ে থাকা অনগ্রসরদের সাহায্য করা, তাদের পাশে দাঁড়ানোই তার জীবনের ব্রত। একাধিকবার তিনি বলেছেন, তার সুস্থ দীর্ঘ জীবনের রহস্য হরো যোগাভ্যাস, কঠোর নিয়মানুবর্তিতা এবং ব্রহ্মচর্য। তারুণ্যেই ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছিলেন তিনি। তার কথায়, এই বিশ্বই আমার ঘর। বিশ্ববাসী আমার বাবা মা। তাদের ভালোবাসা এবং সেবা করাই আমার জীবনের পরম ধর্ম। গত অর্ধশতক ধরে পুরীতে তিনি সেবা করছেন কুষ্ঠরোগীদের। এজন্য একাধিক সম্মানে তিনি সম্মানিতও হয়েছেন। পদ্মশ্রী পাওয়ার আগে তিনি ২০১৯ সালে পেয়েছিলেন ‘যোগরত্ন সম্মান’।

তিনি জন্মসূত্রে ভিখারির সন্তান ও আকুমার ব্রহ্মচারী। মাত্র ৬ মাস বয়সে একইদিনে বাবা ও মাকে হারান। এরপর থেকে মানুষের মাধ্যমে তিনি বড় হন। দীর্ঘ ১২৭ বছরের জীবনে তিনি কারও কাছ থেকে কোনো অর্থ কিংবা দান নেননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনা প্রতারণা করেছেন, দুর্নীতিবাজ কর্মচারীদের পুরস্কৃত করেছেন : বিচারক

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ‘সিন্ডিকেট’, বদলির খেলা চলছে নীরবে

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন ২৮ ডিসেম্বর

শীতের সন্ধ্যায় লক্ষ্মীপুরের অলিগলিতে পিঠা বিক্রির ধুম

বিপিএলে দল পেয়েই বড় চমক দেখাল নোয়াখালী

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

প্লট দুর্নীতি / সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের ১৮ বছরের কারাদণ্ড

দেশের চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

নগদে ফিরে এলে বা নতুন অ্যাকাউন্ট খুললেই ক্যাশব্যাকসহ সারপ্রাইজ গিফট

শেখ হাসিনার সম্পদের প্রতি লোভ আছে : বিচারক

১০

র‍্যাগিংয়ের দায়ে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী বহিষ্কার, ৯ পরিবারকে তলব

১১

সৎছেলে নাগাকে নিয়ে যা বললেন অমলা

১২

দুই দিনে শেষ অ্যাশেজ: পিচকে ‘খুব ভালো’ রেটিং আইসিসির

১৩

যে ৬ সহজ কৌশল রক্ত পরীক্ষায় সুচের ভয় কমাতে সাহায্য করবে

১৪

ইমরান খানের মৃত্যুর গুজব, যা জানাল কারা কর্তৃপক্ষ

১৫

আবারও মালাইকার প্রেমের গুঞ্জন

১৬

প্লট দুর্নীতি মামলায় জয়-পুতুলের ৫ বছর কারাদণ্ড   

১৭

প্লট দুর্নীতির মামলায় গণপূর্তের সাইফুলকে খালাস

১৮

মশার উপদ্রবে অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী, বেড়েছে ডেঙ্গু রোগী

১৯

আমি মেয়ে হতে পারি; কিন্তু বোকা নই: রুক্মিণী

২০
X