সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জোসেফাইট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিডিং ক্লাব (জেএলআরসি)-এর উদ্যোগে ২০তম জেএলআরসি ল্যাঙ্গুয়েজ ফিরিস্তি-২০২৪ শুরু হবে আগামী ১৫ ফেব্রুয়ারি। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই আয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. আতিউর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিযোগিতায় ভাষার চারটি মৌলিক দক্ষতা- শ্রবণ, কথা বলা, পড়া এবং লেখা-এর ওপর অংশগ্রহণকারীদের উপলব্ধি মূল্যায়ন করার জন্য পৃথক পৃথক ইভেন্ট থাকবে। এর মধ্যে রয়েছে- স্পেলিং বি, লেক্সিক্যাল ডিসম্যান্টলিং, লিঙ্গুইস্টিক স্পিরিট, টেট্রাথলন, ক্যাচ-২২, ট্রেজার হান্ট, ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ, বইভিত্তিক কুইজ, বিঞ্জ কুইজ ইত্যাদি। এতে সারা দেশের ১০০টির অধিক প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
জেএলআরসি ল্যাঙ্গুয়েজ চ্যাম্পিয়নশিপ দুটি পর্যায়ে অনুষ্ঠিত হবে। পড়া এবং লিখিত পরীক্ষা থেকে সেরা ৬টি দলকে বাছাই করে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারীদের দক্ষতার মূল্যায়ন করে একটি টিমকে চ্যাম্পিয়ন করা হবে।
মন্তব্য করুন