কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ০৮:৫২ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৪, ১১:২১ পিএম
অনলাইন সংস্করণ

হিন্দু-মুসলিম বিতর্কে মর্গে পড়ে আছে অভিশ্রুতির লাশ

অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত
অভিশ্রুতি শাস্ত্রী। ছবি : সংগৃহীত

মুসলিম নাকি হিন্দু? এই বিতর্কে মর্গে পড়ে আছে রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় নিহত এক তরুণীর লাশ। গ্রাম থেকে এসে তার বাবা দাবি করা এক ব্যক্তি বলছেন, মেয়েটির নাম বৃষ্টি খাতুন। তবে সহকর্মী ও পরিচিতরা বলছেন, লাশটি সাংবাদিক অভিশ্রুতি শাস্ত্রীর। শুক্রবার বিকেল থেকে এই নিয়ে চলে পাল্টাপাল্টি দাবি।

কুষ্টিয়ার খোকসা উপজেলার বনগ্রাম এলাকার বাসিন্দা সবুজ শেখ। আগুনে পুড়ে মারা গেছে তার মেয়ে বৃষ্টি খাতুন—এমন খবর কানে আসার পর কুষ্টিয়া থেকে ছুটে এসেছেন ঢাকায়। অজ্ঞাত পরিচয়ে পড়ে থাকা মেয়ের লাশ দেখে শনাক্ত করেন তিনি। সবুজ শেখ বলেন, তিনি ও তার মেয়েসহ পরিবার মুসলিম ধর্মাবলম্বী। সেই অনুযায়ী দেখান বৃষ্টির এনআইডি কার্ডের কপি।

তবে এরপরই বাঁধে বিপত্তি। লাশটি দেখে তার সহকর্মী ও পরিচিতরা দাবি করেন, নিহত তরুণীর নাম অভিশ্রুতি শাস্ত্রী। তিনি সনাতন ধর্মের অনুসারী। পূজার্চনায় নিয়মিত অংশ নিতেন রমনা কালীমন্দির ও ঢাকেশ্বরীতে। এই বিতর্কের সুরাহা করার চেষ্টা করেন নিহত তরুণীর বাবা দাবি করা সবুজ শেখ।

তবে অভিশ্রুতির সহকর্মীরা দাবি করছেন, তিনি দ্য রিপোর্ট অনলাইন পোর্টালের ইলেকশন কমিশন বিটের রিপোর্টার। এই নামেই সবাই চেনেন তাকে। অন্য একটি অফিসে যে সিভি পাঠিয়েছিলেন সেখানেও তার নাম অভিশ্রুতি শাস্ত্রী। তার সনাতন ধর্মাবলম্বী বাবা-মাকে খুঁজে বের করে তাদের হাতে লাশ বুঝিয়ে দেওয়ার দাবি তাদের।

এদিকে সবুজ শেখ বলেন, আমার মেয়ের প্রকৃত নাম মোছা. বৃষ্টি খাতুন। সে আমাকে জানিয়েছিল- এমনিতে সে লেখালেখি করে ও হিন্দুদের সাথে চলাফেরা করে সেজন্য তাকে সবাই অভিশ্রুতি নামে ডাকে। আমি বলেছিলাম, এটা তো আমাদের নাম না। তোমার নাম বৃষ্টি, তুমি সে হিসেবে থাকবা।

তিনি বলেন, বৃষ্টি ইডেন কলেজের দর্শন বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। গত বছরই ওর পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে দুটি পরীক্ষা বাদ আছে। ওর রোল নম্বর-২৭৬। গত রাত থেকে ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। ওর মা চেষ্টা করছিল। আমিও চেষ্টা করেছি। আজ জোহরের নামাজ পড়ার পর ওর এক বান্ধবীর ফোনকল পাই। সে বলে- গতকালকের আগুনে অভিশ্রুতি মারা গেছে। আপনি দ্রুত আসেন। তারপরই আমি চলে এসেছি।

সবুজ শেখ আরও বলেন, অভিশ্রুতি আগে ফার্মগেটে থাকলেও কিছুদিন হলো সে এখানে এসে ওঠে। আর আমি থাকি আগারগাঁও, ব্যাচেলর মেসে।

‘আপনি কি প্রমাণ করতে পারবেন, সে আপনার মেয়ে?’, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সবুজ শেখ বলেন, আমি অবশ্যই পারব। ওর সাথে আমি আমার পরিবারের ছবি দেখাতে পারব। আমি আমার এলাকার চেয়ারম্যানের নম্বর দিচ্ছি, সেখানে কথা বলে দেখেন। আমার শ্যালক র‌্যাবে আছে, তার সঙ্গে কথা বলতে পারেন। তা ছাড়া অন্যের মরা মেয়েকে আমি কেন নিয়ে যাব, নিয়ে কী করব?

বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ ভাইয়ের

কলম্বোতে দুই উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

পিলখানা হত্যাকাণ্ড / পালিয়ে থাকা নানক ও আজম ইমেইলে সাক্ষ্য দিয়েছেন : তদন্ত কমিশন

বাড়ির সবাইকে জিম্মি করে ২২ লাখ টাকার মালপত্র লুট

এনসিপি নেতা ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

স্কুলশিক্ষকের স্বপ্নের গোলের বোকাকে স্তব্ধ করল অকল্যান্ড!

প্লাস্টিক ব্যবস্থাপনা ঠিক না থাকায় জীববৈচিত্র্য ধ্বংসের মুখে : প্রধান উপদেষ্টা

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ চলছে

নিউইয়র্কের মেয়র পদে মুসলিম নেতাকেই বেছে নিলো ডেমোক্র্যাটরা

তুরাগ নদের সঙ্গে এমন নিষ্ঠুরতা আর কতদিন?

১০

জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াতের আমির

১১

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন / ২ জনকে হত্যার অপারেশনের টাকা গ্রামের মসজিদে দান করেন র‍্যাব কর্মকর্তা

১২

দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রকৌশলী-কলেজছাত্র নিহত

১৩

ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াল ভারত-চীন-রাশিয়া জোট

১৪

স্মার্ট লেনদেনে এক ধাপ এগিয়ে গুগল ওয়ালেট, কী পাচ্ছেন গ্রাহকরা?

১৫

সিইসির সঙ্গে বৈঠকে জামায়াতের প্রতিনিধিদল

১৬

বইয়ের সঙ্গে গাছ উপহার, জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন মাহমুদুল

১৭

মেলার স্টলে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, নারী নেত্রী আটক

১৮

সেনাবাহিনীর অভিযান / সাবেক সিইসি নুরুল হুদার সঙ্গে মবকাণ্ডে জড়িত গ্রেপ্তার ১

১৯

কোচিং থেকে বাড়ি ফেরা হলো না হৃদয়ের

২০
X