বিএনপির একদফা দাবি সংবিধানের পরিপন্থি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম। আজ বুধবার এক টুইটবার্তায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, 'সংবিধান পরিপন্থি যে কোনো দাবি অব্যাহত রাখা ইঙ্গিত করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। বিএনপি ঘোলা পানিতে মাছ শিকারের' পরিকল্পনা করছে।’
টুইটবার্তায় শাহরিয়ার আলম বলেন, 'আমরা তা হতে দেব না। আমরা শান্তি ও স্থিতিশীলতার বিষয়ে আপস করব না।'
BNP's one point demand is unconstitutional, period ! Continuing to demand anything unconstitutional only suggests tt they want to destabilise the country. Then they plan to fish in troubled water. We will not let that happen. We will not compromise with peace n stability.— Md. Shahriar Alam (@MdShahriarAlam) July 11, 2023
বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো যৌথভাবে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে 'একদফা' আন্দোলনের ঘোষণা দেবে।
বিএনপির দাবি, আগামী জাতীয় নির্বাচন যেন নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয়।
বুধবার (১২ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একদফা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।
মন্তব্য করুন