দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৬৫ জনের নমুনা পরীক্ষা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৪৩। এ সময় ১৯৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৯ হাজার ৯১১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ২৯ হাজার ৪৫১ জন।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
মন্তব্য করুন