কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৪, ০৬:৫৭ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৭:১৯ পিএম
অনলাইন সংস্করণ

সাড়ে ৩৩ হাজার টিকিটে দেড় কোটি হিট

মঙ্গলবার আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার টিকিটের জন্য অনলাইনে হিট করেছেন প্রায় দেড় কোটি গ্রাহক। ছবি : সংগৃহীত
মঙ্গলবার আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার টিকিটের জন্য অনলাইনে হিট করেছেন প্রায় দেড় কোটি গ্রাহক। ছবি : সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট যেন সোনার হরিণ। মঙ্গলবার (২৬ মার্চ) আন্তঃনগর ট্রেনের ৩৩ হাজার টিকিটের জন্য অনলাইনে হিট করেছেন প্রায় দেড় কোটি গ্রাহক।

ট্রেনের টিকিট বিক্রির দায়িত্বে নিয়োজিত অনলাইন সেবাদানকারী প্রতিষ্ঠান সহজ ডটকম ও রেলওয়ে সূত্রে এসব তথ্য জানা গেছে।

সকাল ৮টার দিকে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি চালু হয়। এ সময় আগামী ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট মাত্র ২ ঘণ্টার মধ্যেই শেষ হয়। এ সময় টিকিট নেওয়ার জন্য ওয়েবসাইটে হিট পড়েছে ৯৫ লাখ ১০ হাজারের মতো। এ তথ্য জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।

তিনি বলেন, ৫ এপ্রিলের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়। আর টিকিট নিতে ওয়েবসাইটে ৯৫ লাখ ১০ হাজারের মতো হিট পড়েছে।

তিনি আরও বলেন, এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে। ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে। এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে। ঈদযাত্রাকে সুস্থতা রাখার জন্য সব ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।

গতবার রেল পাঁচ দিনের অগ্রিম টিকিট বিক্রি করেছিল। এবার তা বাড়িয়ে সাত দিন করা হয়েছে।

সহজ ডটকমের প্রধান টেকনিশিয়ান সনদিপ দেবনাথ কালবেলাকে বলেন, অনলাইন টিকিট বিক্রির দ্বিতীয় পর্বে অর্থাৎ পূর্বাঞ্চলের টিকিটের জন্য ৪৬ লাখ ৬০ হাজার যাত্রী ভিজিট করেছেন। দুপুর আড়াইটা পর্যন্ত ৩০ হাজার টিকিট বিক্রি হয়েছে। তবে পশ্চিমাঞ্চলের কিছু টিকিট বিকেল পর্যন্ত অবিক্রিত ছিল বলে জানান তিনি। সব মিলিয়ে এক কোটি ৪১ লাখের বেশি মানুষ অনলাইনে টিট করেন।

রেলওয়ে বলছে, এবার ঈদে ঢাকা থেকে বহির্গামী আন্তঃনগর ট্রেনে দৈনিক মোট আসন সংখ্যা হবে ৩৩ হাজার ৫০০। ঈদ উপলক্ষে ৩ এপ্রিল থেকে সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ডে অফ প্রত্যাহার করা হবে। ঈদ উপলক্ষে ২৪৮টি লোকমোটিভ যাত্রীবাহী ট্রেন ব্যবহারের পরিকল্পনা করা হয়েছে।

জানা যায়, পশ্চিমাঞ্চলের ট্রেনের জন্য দিনে নির্ধারিত আছে ১৪ হাজার ৭১৫টি টিকিট। যা বিক্রি শুরুর ২ ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায়।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৬ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৭ মার্চ। এ ছাড়া ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৮ মার্চ, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। এ ছাড়া যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি হবে। অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে। ৯ এপ্রিল পর্যন্ত অগ্রিম ফিরতি টিকিট বিক্রি হবে। ৩ এপ্রিল পাওয়া যাবে ১৩ এপ্রিলের টিকিট। এভাবে পর্যায়ক্রমে ১৯ এপ্রিল পর্যন্ত টিকিট পাওয়া যাবে। সাধারণত যাত্রার ১০ দিন আগে অগ্রিম টিকিট শুরু করে রেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন, নতুন ঘর দিচ্ছেন তারেক রহমান

অতিরিক্ত সিম নিয়ে বিটিআরসির জরুরি বার্তা

‘শেখ হাসিনার করুণ পরিণতির বিষয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন সালাউদ্দিন কাদের’

অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা

অনলাইন ও এসএমএসে এইচএসসির ফল জানবেন যেভাবে

খেলা চলাকালে মাঠেই প্রাণ হারালেন বাঁহাতি পেসার

গণহত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান না হলে নির্বাচন পেছাতে পারে : সারজিস

হাদিসের ভাষায় ভালো মৃত্যুর ১৫ আলামত

বিতর্কিতরাই পিআরের নামে নির্বাচন বানচালের চেষ্টা করছে : আমান

১০

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

১১

সেনানিবাসের একটি ভবন সাময়িকভাবে ‌‘কারাগার ঘোষণা’

১২

ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

১৩

খেলাফত মজলিসের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

মাত্র ১৪ বছরে সহঅধিনায়কের দায়িত্ব পেলেন বৈভব

১৫

যারা শিবিরের বিরোধিতা করেছিল, তারা আজ ইতিহাস : জাহিদুল ইসলাম

১৬

পিআর পদ্ধতিতে ভোটে জনগণের ক্ষমতা খর্ব হবে : ফখরুল

১৭

তিনজনে এক নারী স্বামীর দ্বারা যৌন নির্যাতনের শিকার : বিবিএস

১৮

ভারতের অধিনায়ক শান মাসুদ, হঠাৎ এমনটা কেন বললেন ধারাভাষ্যকার

১৯

গুঁড়া দুধ দিয়ে সহজ রসগোল্লা

২০
X