সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:২১ পিএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৬:০৩ পিএম
অনলাইন সংস্করণ

মানুষের জয়গানের মাধ্যমে বাংলা নতুন বছরকে স্বাগত জানাবে ছায়ানট

সংবাদ সম্মেলন করেছে ছায়ানট। ছবি : সৌজন্য
সংবাদ সম্মেলন করেছে ছায়ানট। ছবি : সৌজন্য

রমনা পঞ্চবটমূলে এবারের নববর্ষের প্রথম প্রভাতে মানুষের জয়গানের মধ্য দিয়ে বাংলা নতুন বছর ১৪৩১-কে স্বাগত জানাবে সাংস্কৃতিক চর্চা কেন্দ্র ছায়ানট। ভোগবাদ নয়, স্বার্থপরতা নয়, মনুষ্যত্বকে পাওয়ার অভিলাষই থাকবে ছায়ানটের আহ্বানে।

ভোরের আলো ফুটতেই আহীর ভৈরব রাগ আর বাঁশির সুরে এবারের নতুন বছরের আবাহন শুরু হবে। পুরো অনুষ্ঠান সাজানো হয়েছে নতুন স্নিগ্ধ আলোয় স্নাত প্রকৃতির গান, মানবপ্রেম-দেশপ্রেম আর আত্মবোধন-জাগরণের সুরবাণী দিয়ে।

শনিবার (৬ এপ্রিল) সকালে রাজধানীর শংকর ছায়ানট কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়েছে।

ছায়ানটের সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা বলেন, বিশ্বব্যাপী বস্তুর প্রতি মানুষের আকর্ষণ যেভাবে বেড়েছে, সেভাবে কমেছে মানুষের প্রতি মমত্ববোধ। যার ফলে ক্ষয়ে চলেছে মানবতা, ক্রমান্বয়ে অবক্ষয় ঘটছে মূল্যবোধের। মানুষের সঙ্গে মানুষের দূরত্বের ক্রমবৃদ্ধিতে, অন্য মানুষের প্রতি আচরণের অস্বাভাবিকতায় আজ আমরা মুখোমুখি নতুন সংকটের। তবে এ সংকটে আমরা আশাহত হই না, দিশা হারাই না, বিশ্বাস করি মানুষের কাছে গিয়ে, মানুষের হাতে হাত রেখে সবার সঙ্গে মিলবার, চলবার, গাইবার সাধনাই মানুষকে আবার ফিরিয়ে আনবে মানুষের কাছে। স্বাভাবিকতা ও পরস্পরের প্রতি সম্প্রীতির সাধনায় আমাদের যুক্ত হতে হবে।

সংবাদ সম্মেলনে আসন্ন বর্ষবরণের প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ছায়ানটের নির্বাহী সভাপতি ডা. সারওয়ার আলী, সহসভাপতি ড. আতিউর রহমান, সহসভাপতি খায়রুল আনাম শাকিল, সাধারণ সম্পাদক লাইসা আহমদ লিসা এবং যুগ্ম সম্পাদক জয়ন্ত রায়।

ডা. সারওয়ার আলী বলেন, পহেলা বৈশাখ সর্বজনের সৌহাদ্য, ভ্রাতৃত্ববোধে মিলন মেলায় পরিণত হয়। অন্যদিকে রক্ষণশীলতা ও অত্যাধুনিকতার উদ্ভট মিশ্রণে জীবনধারা, ব্যবহারবিধি বিঘ্নিত হয়।

ড. আতিউর রহমান বলেন, সব সম্প্রদায়ের মানুষকে আমরা এক করে ভালোবাসার কথা বিনিময় করি। নববর্ষকে আমরা বরণ করে নেই সংগীতের মধ্য দিয়ে।

সংবাদ সম্মেলনে ছায়ানটের পক্ষ থেকে জয়ন্ত রায় বলেন- রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুলপ্রসাদ সেন, আবু বকর সিদ্দিকীর গান পরিবেশন করা হবে অনুষ্ঠানে। এবার ৩১টি পরিবেশনা থাকবে। সমবেত সংগীত ১১টি, একক গান থাকবে ১৫টি, পাঠ ও আবৃত্তি থাকবে। একক গান গাইবেন শাহীদ সামাদ, খায়রুল আনাম শাকিল, চন্দনা মজুমদার, লাইসা আহমদ লিসা, পাঠ ও আবৃত্তিতে থাকবেন রামেন্দু মজুমদার ও জয়ন্ত চট্টোপধ্যায়। বর্ষবরণ সার্থক করতে শতাধিক খুদে ও বড় শিল্পী আন্তরিক নিষ্ঠায় প্রায় আড়াই মাস আগে থেকেই গান তোলা আর গলা মেলানোর কাজে নেমেছেন। রমনা উদ্যানে দুই ঘণ্টার এই আয়োজন সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। দেখা যাবে ছায়ানটের ইউটিউব চ্যানেলেও।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ১৫০ জনের মতো শিল্পী-কর্মীকে ধারণ করতে পারবে, এমন মঞ্চ নির্মাণের কাজ চলছে। ১৩ এপ্রিল সকাল ১০টায় মূল মঞ্চে মহড়া অনুষ্ঠিত হবে।

আয়োজকরা বলেছেন, নতুন বাংলা বছরকে বরণ করার এ আয়োজন সার্থক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণপূর্ত অধিদপ্তর বরাবরের মতোই অক্লান্ত সেবা দিয়ে চলেছে। ছায়ানট কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বেচ্ছাসেবীরা, লাউড ওয়ার্কস এবং থার্টিনথ হুসার্স ওপেন রোভার গ্রুপের সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১০

জাল টাকার নোটসহ আটক ২

১১

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১২

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৩

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৪

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৫

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৬

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৭

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৮

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

১৯

‘স্বাধীনতার পর ক্ষমতায় না গিয়ে জিয়াউর রহমান সেনাবাহিনীতে ফিরে যান’

২০
X