কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০১:৫৬ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বিকেলের মধ্যে ঢাকায় পৌঁছাবে ঘূর্ণিঝড় রিমাল

ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকায় ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ বিকেলে ঢাকায় ঢুকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি : সংগৃহীত

উপকূলে তাণ্ডব চালিয়ে ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ ঢাকায় ঢুকবে বিকেলে। এ সময় বাতাসের গতিবেগ থাকবে সর্বোচ্চ ৪০ কিলোমিটার।

সোমবার (২৭ মে) সকাল সাড়ে ১০টায় অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান ঘূর্ণিঝড় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আজিজুর রহমান বলেন, রিমালের কেন্দ্রভাগ বিকেল ৩টা থেকে ৪টার মধ্যে ঢাকার দিকে আসবে। এটা এখন অনেকটা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। এর ফলে ঢাকায় আরও বৃষ্টি হবে। সেইসঙ্গে ঝোড়ো বাতাস বইবে। ঢাকা শেষে পর্যায়ক্রমে সিলেট দিয়ে বাংলাদেশের বাইরে যাবে। ঢাকায় পৌঁছালে বৃষ্টিপাত আর দমকা বাতাস একটু বাড়তে পারে।

তিনি বলেন, রিমাল সারা রাত তাণ্ডব চালিয়েছে। এর অগ্রভাগ দুপুরে উপকূলে আসে। মধ্যরাতে কেন্দ্র ওপরে উঠে আসে। এরপর ৫ থেকে ৭ ঘণ্টা ধরে সে পুরোটা ওপরে উঠে আসে। ৬টার আগেই উপকূলে উঠে আসে। এখন সাইক্লোন থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি উপকূলের পুরোটা অংশ পেয়েছে। কক্সবাজারের কয়েকটা এলাকা পানিতে ডুবে গেছে।

তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়টি আগামীকালের মধ্যে আরও দুর্বল হয়ে বৃষ্টি দিয়ে একই দিক দিয়ে নিম্নচাপ আকারে আসামের দিকে চলে যাবে।

আজিজুর রহমান বলেন, রিমাল গতকাল সন্ধ্যার দিকে উপকূলের মোংলা ও ভারতীয় সাগর আইল্যান্ডে দিয়ে বাংলাদেশ অতিক্রম শুরু করে। এর প্রভাব সবচেয়ে বেশি ছিল পটুয়াখালীর খেপুপাড়াতে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল পটুয়াখালীর খেপুপাড়াতে ১১১ কিলোমিটার প্রতি ঘণ্টায়। রাত ১টা ৩০ মিনিটে এটা রেকর্ড করা হয়েছে। আর সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে ২০৩ মিলিমিটার। বাতাসের গতিবেগ দেখে বোঝা যাচ্ছে রিমাল পটুয়াখালী ও খেপুপাড়া অঞ্চলে বেশি সময় স্থায়ী ছিল। এটির বড় অংশ এই অঞ্চল দিয়ে পার হয়েছে।

এর আগে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ১০ (দশ) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়। এ ছাড়া কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ (নয়) নম্বর মহাবিপৎসংকেত নামিয়ে তার পরিবর্তে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আগামীকাল মঙ্গলবার (২৮ মে) সকাল পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে এবং সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারি বৃষ্টিপাত হচ্ছে। সঙ্গে চলছে তীব্র ঝোড়ো হাওয়া। উপকূলের বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলোচ্ছ্বাস। ফলে বাঁধ ভেঙে লোকালয়ে ঢুকেছে জোয়ারের পানি। এ ছাড়া ঝড়ের দাপটে ভেঙে পড়েছে কাঁচা ঘরবাড়ি ও গাছপালা। এরইমধ্যে রিমালের আঘাতে পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, চট্টগ্রাম ও বরিশালে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্বকাপ জিতলে ভারত বা দক্ষিণ আফ্রিকা কত পাবে, যা জানা গেল

‘কিং’ এর টাইটেল প্রকাশ, জন্মদিনে চমক দিলেন শাহরুখ খান

ময়মনসিংহ বার ইউনিটের সভাপতি নুরুল, সম্পাদক তান্না

স্মার্ট টিভিতে আপনার ব্যক্তিগত তথ্য কতটা নিরাপদ

‘জুলাই সনদে বিএনপির নোট অব ডিসেন্ট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ নেই’

বিশ্বকাপের ফাইনাল আজ, খেলা দেখবেন যেভাবে

হলিউডে নতুন প্রেমের গুঞ্জন

কেন মুখ দেখাতে পারছেন না হাশমিপুত্র?

কোহলিকে টপকে নতুন ইতিহাস গড়লেন বাবর

পর্তুগালের জার্সিতে রোনালদোর ছেলের প্রথম গোল

১০

চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ফেডারেশন অব ইউএসএর নতুন কমিটি গঠন

১১

ফ্রিজে ইলিশ মাছ কতদিন রাখা নিরাপদ জানালেন পুষ্টিবিদ

১২

বিএনপি নেতার সহযোগিতায় সেতু নির্মাণ

১৩

থ্রেডসে নতুন ‘ঘোস্ট পোস্ট’

১৪

দুঃসময়ে যার কাছে সাহায্য চেয়েছিলেন শাহরুখ

১৫

টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন

১৬

নাশতা বাদ দেওয়া কি স্বাস্থ্যের জন্য খারাপ, কী বলছে গবেষণা

১৭

এমবাপ্পে-বেলিংহ্যাম ঝলকে মাদ্রিদের বড় জয়

১৮

ফের প্রেমে পড়েছেন মালাইকা

১৯

ভারী বৃষ্টির পর ঢাকার বাতাসে কতটা দূষণ

২০
X