

যশোরের মনিরামপুরে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুয়াদা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক মনিরামপুর উপজেলার ভোজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির সভাপতি। তিনি জামজামি গ্রামের মৃত নূর আলী সরদারের ছেলে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যার পরপরই উপজেলার কুয়াদা বাজার থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
ভোজগাতী ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার বলেন, আব্দুল রাজ্জাক ইউপি চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। গ্রেপ্তারের বিষয়টি লোকমুখে শুনেছি। তবে এ ব্যাপারে তার পরিবারের সঙ্গে এখনো কথা হয়নি।
মনিরামপুর থানার ওসি রজিউল্লাহ খান বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করা হয়েছে।
মন্তব্য করুন