মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময় আর বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার হাসনা মোহাম্মদ হাসিম।
বুধবার (৫ জুন) প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ান হাইকমিশনার। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানান দেশটির রাষ্ট্রদূত।
বৈঠকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ১৭ হাজার কর্মী পাঠানোর জন্য সময় বৃদ্ধি করার জন্য পুনরায় আহ্বান জানান।
শেষ সময়ে কোনো ই-ভিসা ইস্যু করা হয়নি জানিয়ে মালয়েশিয়ান হাইকমিশনার বলেন, কোনো মিথ্যা তত্ত্বের ওপর ভিত্তি করে মালয়েশিয়া সরকার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে না।
এ সময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান বলেন তদন্তের মধ্য দিয়ে ক্ষতিগ্রস্ত সবার ক্ষতিপূরণ দেওয়া হবে।
মন্তব্য করুন